Big Bazar of WB Govt: মিলবে ২৫ হাজার টাকা, জেলায় জেলায় তৈরি হবে বিগ বাজার, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য বিভিন্ন সময় নানান ধরনের প্রকল্প (Government Scheme) চালু করা হয়ে থাকে। বিভিন্ন প্রকল্প চালু করা হয় মূলত কর্মসংস্থান থেকে শুরু করে আর্থিক সহ অন্যান্য দিক দিয়ে সাহায্য করার জন্য। ঠিক সেই রকমই এবার কর্মসংস্থানের সুযোগ করে দিতে বিগ বাজার (Big Bazar of WB Govt) নিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বীরভূমের সিউড়ি শহরে এসেছিলেন একটি সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে। যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল সিউড়ির চাঁদমারি মাঠে। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান দিতে গিয়ে নতুন করে জেলায় জেলায় বিগ বাজার তৈরির ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী, তাঁতিরা এবং সেলফ হেল্প গ্রুপের মহিলারা অনেক কাজ করে থাকেন। যে কারণে সরকারের যে সকল জিনিস প্রয়োজন হয় সেই সকল জিনিস এই তাঁতি এবং সেলফ হেল্প গ্রুপের মহিলাদের থেকে নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন পাতি এবং সেলফ হেল্প গ্রুপের মহিলারা।

আরও পড়ুন 👉 একবার ঢুকলে শেষ করতে হিমশিম খেতে হবে! এমনই এক শপিংমল তৈরি হচ্ছে কলকাতায়

এর পাশাপাশি প্রত্যেক জেলায় একটি করে বিগ বাজার তৈরি করে দেওয়া হবে। যেখানে জিনিসপত্র বিক্রি করবেন স্বেচ্ছাসেবী বিভিন্ন সংস্থার সদস্যরা। এর ফলে ওই সকল স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা স্থায়ী রোজগারের পথ খুঁজে পাবে। এর পাশাপাশি তাদের সরকারের তরফ থেকে এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই নতুন ঘোষণার ফলে কর্মসংস্থান নিয়ে নতুন দিশা দেখতে শুরু করেছেন কর্মপ্রার্থীরা।

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবেমাত্র নতুন এই বিষয়টি নিয়ে ঘোষণা করেছেন। যে কারণে এই ধরনের বিগ বাজার তৈরি করা হলে কত মানুষের কর্মসংস্থান হবে তা সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি। এছাড়াও কবে এই ধরনের প্রকল্প বাস্তবায়িত হবে তা সম্পর্কেও কিছু জানা যায়নি। তবে এই ধরনের পরিকল্পনা বাস্তবায়িত হলে অনেকে ওই সকল বিগ বাজার বা আমলে জিনিসপত্র বিক্রি করে স্থায়ী রোজগারের সুযোগ পাবেন।