SSC exam: এসএসসি পরীক্ষায় বসতে এসে দুর্ঘটনার মুখোমুখি পরীক্ষার্থী, যা করলো সিউড়ি পুলিশ

SSC exam: ৯ বছর পর স্কুল সার্ভিস কমিশনের চাকরির পরীক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী এখন দুচোখে চাকরির স্বপ্ন নিয়ে পরীক্ষায় বসেছেন। ঠিক সেই রকমই এক পরীক্ষার্থী রবিবার দিতে এসেছিলেন চাকরির স্বপ্ন নিয়ে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর আগেই তিনি দুর্ঘটনার কবলে পড়েন। ভেবেছিলেন হয়তো আর তার এই বছর পরীক্ষায় বসা হবে না! তবে তড়িঘড়ি খবর পেয়ে ওই পরীক্ষার্থীর পাশে দাঁড়াই সিউড়ি থানার পুলিশ এবং পরীক্ষার্থী অন্যান্যদের মতোই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পরীক্ষা দেন।

বীরভূমের মল্লারপুর থেকে বাইকে চড়ে সিউড়িতে পরীক্ষা (SSC exam) দিতে আসছিলেন সুদীপা দে নামে ওই পরীক্ষার্থী। তবে তিনি যখন তিলপাড়া ব্যারেজের কাছে আসেন তখনই জাতীয় সড়কে বাইক থেকে পড়ে যান। আর এমন দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই তার হাতে চোট লাগে।

আরও পড়ুন: দুর্গাপুজোর আগে কি তিলপাড়া ব্যারেজের উপর যান চলাচল স্বাভাবিক হবে?

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ এবং ওই পরীক্ষার্থীকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। পুরো ঘটনার তদারকিতে ছিলেন সিউড়ি থানার আইসি সঞ্চয়ন ব্যানার্জি। আর সেখানেই চিকিৎসার পর ওই পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে (SSC exam) পৌঁছন পরীক্ষা দেওয়ার জন্য।