এই সময়ের মধ্যে হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষা, দিনক্ষণ বেঁধে দিল পর্ষদ

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে মানুষের দৈনন্দিন জীবন যেমন ছন্নছাড়া হয়ে পড়ে, ঠিক তেমনই একই অবস্থা হয়ে দাঁড়ায় পড়ুয়াদের ক্ষেত্রেও। দীর্ঘ দিন স্কুল বন্ধ, পরীক্ষা বন্ধ। তবে এবার সেই পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ছাত্র জীবন। গত বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হলেও এই বছর ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হয়েছে, আর আগামী ২ এপ্রিল থেকে রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

গত দু’বছর ধরে যেমন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি, ঠিক তেমনি প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের পরীক্ষার কোন নামগন্ধই ছিল না। কিন্তু এই বছর অর্থাৎ চলতি শিক্ষাবর্ষে এই সকল সমস্ত পড়ুয়াদের পরীক্ষা দিতে হবে। এরই পরিপ্রেক্ষিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী এবং দশম শ্রেণির টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা করে দিল মধ্যশিক্ষা পর্ষদ।

চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সামেটিভ পরীক্ষা নেওয়ার সময়সীমা পর্ষদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদ চিঠি পাঠিয়েছে রাজ্যের জুনিয়র হাই স্কুল, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলিকে।

পর্ষদের তরফ থেকে পাঠানো সেই চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ মে’র মধ্যে শেষ করতে হবে প্রথম সাময়িক পরীক্ষা। দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ করতে হবে ২০ আগস্টের মধ্যে এবং তৃতীয় সামেটিভ পরীক্ষা শেষ করতে হবে ৭ ডিসেম্বরের মধ্যে। একইভাবে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষা শেষ করতে হবে ৩০ নভেম্বরের মধ্যে।

করোনাকালে দু’বছর ধরে অফলাইনে পড়াশোনা না হওয়া এবং পরীক্ষা না হওয়ার পর এখন স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক ছন্দে ফিরছে। তবে দীর্ঘ এই সময়ই পর যখন পড়ুয়ারা পরীক্ষায় বসবে সেই সময় তাদের কিছুটা হলেও অসুবিধার সম্মুখীন হতে হলেও সেই জড়তা কাটিয়ে উঠতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।