সাতসকালে বিকট শব্দ, বীরভূমে বিস্ফোরণে ভেঙ্গে চুরমার গোটা শৌচাগার

নিজস্ব প্রতিবেদন : ভোটের আগে ফের বিস্ফোরণ বীরভূমে। সোমবার সাতসকালেই বিস্ফোরণের বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনার পর এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করলে দেখতে পান বিস্ফোরণের কারণে লাল্টু সেখ নামে এক ব্যক্তির পরিত্যক্ত একটি শৌচাগার ভেঙে চুরমার হয়ে গেছে।

অষ্টম দফা ভোটের আগে সপ্তম দফা ভোটের দিন এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার অন্তর্গত কীর্ণাহারের কাফেরপুর গ্রামে। এদিন সকাল সাড়ে ন’টা থেকে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের সূত্রে। কেন এই বিস্ফোরণ তা খতিয়ে দেখতে নানুর থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পরিত্যক্ত ওই শৌচাগারে বোমা মজুত করে রাখা হয়েছিল। আর সেই মজুত বোমা বিস্ফোরণের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। বিস্ফোরণের পর পরিত্যক্ত ওই শৌচাগারের কোন অংশ সোজা হয়ে দাঁড়িয়ে নেই। এমনকি বিস্ফোরণের পর আশপাশে থাকা বাড়িতেও ফাটল দেখা দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চূড়ান্ত উত্তেজনা রয়েছে।

[aaroporuntag]
প্রশ্ন হল যার শৌচাগারে এই বিস্ফোরণ অর্থাৎ লাল্টু সেখ কি কোন রাজনৈতিক দলের কর্মী অথবা সমর্থক? এ বিষয়ে গ্রামের বাসিন্দারা অথবা অন্যরা কেউ কোনো রকম মুখ খোলেননি। ঘটনার পর থেকেই তার খোঁজ মিলছে না বলে জানা যাচ্ছে।