৪০০ টাকা ভিজিটে চিকিৎসা করছিলেন ভুয়ো ডাক্তার! পর্দা ফাঁস হতেই যা-তা অবস্থা

নিজস্ব প্রতিবেদন : ভুয়ো শিক্ষক থেকে শুরু করে পরীক্ষার্থী, এছাড়াও এই তালিকায় রয়েছেন আইপিএস, আইএএস অফিসার। আর এসবের পর এবার ভুয়ো ডাক্তার। যদিও ভুয়ো ডাক্তার ধরা পড়ার ঘটনা রাজ্যে প্রথম নয়। বরং ভুয়ো ডাক্তার ধরা পড়ার পুনরাবৃত্তি সামনে এলো। এবার এমন ভুয়ো ডাক্তার ধরা পড়লেন বর্ধমান, রায়গঞ্জ সহ বিভিন্ন জায়গায়। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো ওই ভুয়ো ডাক্তার কিন্তু একজনই।

সোশ্যাল মিডিয়ায় ওই ভুয়ো ডাক্তারের ভিডিও ভাইরাল হওয়ার পর রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। ভুয়ো ওই চিকিৎসক নিজেকে MD DNB (Gastro) চিকিৎসক বলে দাবি করে রোগীদের বোকা বানাতেন। যদিও ভাইরাল হওয়া ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি BanglaXp সংবাদ মাধ্যম।

যিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা করতেন ওই ভুয়ো চিকিৎসকের নাম ডাক্তার গোলাম মোস্তফা বলে জানা গিয়েছে। ওই চিকিৎসক বর্ধমানের খোসবাগানে চিকিৎসা করার পাশাপাশি মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, কালিয়াগঞ্জ সহ বিভিন্ন এলাকায় নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা করতেন। তার কাছে যারা চিকিৎসা করাতে আসতেন তাদের ৪০০ টাকা করে ভিজিট দিতে হতো।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই চিকিৎসককে ঘিরে ধরেছেন কয়েকজন। তারা তাকে বিভিন্ন ভাবে প্রশ্ন করছেন এবং সেই সকল প্রশ্নের উত্তরে রীতিমত ভেঙে পড়েন ওই চিকিৎসক। এরপর ওই চিকিৎসককে দেখা যায় প্রশ্ন করা ব্যক্তিদের মধ্যে একজনের কাছে এসে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতেও। এছাড়াও চোখের জল তো রয়েছেই।

এমন ঘটনা জানাজানি হতেই রায়গঞ্জের ডায়াগনস্টিক বিভিন্ন সেন্টারের তরফ থেকে ওই চিকিৎসকের নাম মুছে ফেলা হয় এবং তার বিরুদ্ধে কোনরকম আইন অনু ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা তা নিয়েও আলোচনা চলছে বলে দাবি করা হয়েছে।