আর কয়েক দিনের অপেক্ষা। তারপরই বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব ‘হোলির’ আনন্দে মেতে উঠবেন ছোট থেকে বড় সকলেই। এই হোলির দিনটি নানান জায়গায় নানান ভাবে পালন করা হয়। রঙিন উৎসবের দিনটি স্মরণীয় করে রাখতে ভারতের এই সাতটি শহরে উৎসাহী মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। দূর দূর থেকে মানুষজন আসেন রঙের খেলায় আনন্দ করতে।
জানেন কি দেশের কোন সাতটি শহরে হোলি বিশ্ববিখ্যাত?
মথুরা-বৃন্দাবনের হোলি: ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা-বৃন্দাবন হল হোলির জন্য সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি যেখানে উৎসবের ঘটা শুরু হয় হোলির একসপ্তাহ আগে থেকেই। হোলি শুধু রঙের নয় এই স্থানে ফুলের হোলি, হুরাঙ্গা হোলি ও গুলাল হোলি সারা বিশ্বে বিখ্যাত। শ্রী বাঁকেবিহারী মন্দিরে রঙের বৃষ্টিতে ভেজে বহু মানুষ।
আরও পড়ুন: Portable AC: এসি কিনবেন ভাবছেন? নতুন এই পোর্টেবল এসিটির সুবিধা অনেক
বরসানা লাঠমার হোলি:বরসানার লাঠমার হোলি দৃশ্যের সাক্ষী থাকে লক্ষ লক্ষ মানুষ। এই হোলি খেলার নিয়ম প্রথাগত হোলির থেকে ভিন্ন। উপস্থিত মহিলারা পুরুষদের লাঠি দিয়ে আঘাত করে এবং পুরুষরা নিজেদের রক্ষা করার চেষ্টা করে ঠিক যেমন শ্রীকৃষ্ণ করতেন তার সময়। এই ঐতিহ্যকে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়।
জয়পুর ও উদয়পুরের হোলি: রাজস্থানের হোলি হয় একবারে রাজকীয় আয়োজনে। জয়পুরে থাকাকালীন রাজার তত্ত্বাবধানে একটি হোলি শোভাযাত্রা বের করা হয়। শহরটি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন। উদয়পুরে মহারাজাদের আয়োজিত হোলিকা দহন বেশ জনপ্রিয় সেখানকার মানুষের কাছে। গোলাপি শহর আরও রঙিন থাকে এই দিনগুলিতে।
দিল্লির হোলি: রাজধানী দিল্লিতে হোলি পালিত হয় জাঁকজমক ভাবে। হোলি খেলার জন্য মানুষজন বেছে নেয় ইন্ডিয়া গেট, চাঁদনি চক ও কনট প্লেসের মতো এলাকা। আধুনিক গানের সঙ্গে তাল মিলিয়ে হোলির আনন্দে সামিল হন শহরবাসি।
গোয়ার হোলি: গোয়ায় হোলি ‘শিগমো’ হোলি নামে পরিচিত। মূল আকর্ষণ হল সেখানকার ঐতিহ্যবাহী প্যারেড, লোকনৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমুদ্র সৈকতের ধারে এক ভিন্ন চিত্র ফুটে ওঠে এই দিনগুলি জুড়ে।
শান্তিনিকেতনের হোলি: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের নিকেতন শান্তিনিকেতন। শান্তির নীড়ে হোলির একদিন আগে রঙের উৎসব শুরু হয়। শান্তিনিকেতন হোলি বিশেষত আয়োজন করা হয় সেখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে। কলকাতা ও অন্যান্য জায়গা থেকেও মানুষ এই বসন্ত উৎসবে সামিল হন। যদিও এবার মোটামুটি শান্তিনিকেতনের কোথাও বসন্ত উৎসবের আয়োজন হচ্ছে না প্রশাসনিক নিষেধাজ্ঞার কারণে।
মুম্বইয়ের হোলি: মুম্বইয়ে হোলি এক অন্য চিত্র দেখা যায়। উত্তেজনা থাকে চরমে। ডিজে মিউজিক, আবিরের খেলায় আধুনিক গানের তালে পা মেলায় বহু মানুষ। এখানে হোলি পার্টিতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন।
সাদা কালো বোরিং দিনগুলিকে রঙিন করে তুলতে আপনিও মেতে উঠতে পারেন এই রঙের উৎসবে। হোলি অন্যরকম করে পরিকল্পনা করে ঘুরে আসতেই পারেন এই শহরগুলির যেকোনো একটিতে।