Jhulan Festival: অতিবৃষ্টিতে ব্যাঙের বিবাহবিচ্ছেদ! দুবরাজপুরের মানুষ ঝুলনে নজর কাড়ল ধামাকাদার টপিক

Jhulan Festival: দুবরাজপুর শহরের দু-জায়গায় মানুষ ঝুলন। প্রতিবছরই এমন মানুষ ঝুলনের আয়োজন করা হয়ে থাকে। সেই মত এই মানুষ ঝুলন উৎসবে মেতেছিল শহরবাসী। মানুষ ঝুলন দেখতে রাস্তায় ঢল নামে শহরবাসীর। কয়েক ঘণ্টার এই মানুষ ঝুলন শহরবাসী মন ভরে আনন্দ উপভোগ করেন।

দুবরাজপুরের কুলুপাড়া ধর্মরাজ সেবা সমিতি উদ্যোগে মানুষ ঝুলন (Jhulan Festival) এবারে নজর কেড়েছে। মানুষ ঝুলনের মাধ্যমে তারা তুলে ধরেছেন সাম্প্রতিক ঘটনাবলী থেকে পৌরাণিক কাহিনী সবকিছুই। প্রত্যেক বছরই তারা নিত্যনতুন ভাবনা তুলে ধরেন শহরবাসীর কাছে। যেখানে জায়গা পেয়েছে সাম্প্রতিক ঘটনা আমেদাবাদ বিমান দুর্ঘটনা, ভারতের চ্যাম্পিয়ন ট্রফি জয়, পেহেলগাও ঘটনা, অপারেশন সিঁদুর পাশাপাশি তারা মানুষ ঝুলনের মাধ্যমে তুলে ধরেছেন।

দুবরাজপুর পৌরসভাকে দূষণমুক্ত ও ডেঙ্গু মুক্ত করতে পৌর কর্মীদের অক্লান্ত পরিশ্রম, পুষ্পা টু, অতি বৃষ্টির কারণে ব্যাঙের বিবাহ বিচ্ছেদ, কঙ্কালের বিবাহ, একাল ও সেকালে শিশুদের খেলার ধরন, মাদক মুক্ত সমাজ সহ আরও অনেক কিছু। এখানে মানুষ ঝুলন (Jhulan Festival) দেখতে মানুষের মধ্যে উদ্দীপনা ছিল যথেষ্ট।

আরও পড়ুন: বীরভূমের আজব গ্রাম! আইফোন যেখানে খেলনা

অন্যদিকে দুবরাজপুরের ধাক্কা মোড় ঝুলন কমিটির পক্ষ থেকেও মানুষ ঝুলনের আয়োজন করা হয়। তারা মানুষ ঝুলনের (Jhulan Festival) মাধ্যমে তুলে ধরেছেন বাচ্চাদের রথ টানা, ভুত, রাধাকৃষ্ণ, ক্রুশবিদ্ধ যীশু খ্রীষ্ট, মহাদেব, কুম্ভকর্ণের ঘুম সহ আরোও অনেক কিছু।

দু’জায়গাতেই মানুষ ঝুলন (Jhulan Festival) দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। আর এই ভিড় সামাল দিতে ছিল দুবরাজপুর থানার পুলিশ। দু জায়গাতেই মানুষ ঝুলন উৎসবে পৃথক পৃথকভাবে উপস্থিত হয়েছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে, দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য, বিজেপির দুবরাজপুর শহর সভাপতি দেবজ্যোতি সিংহ সহ আরও অনেকে।