Birbhum: বেলুন, ফুলের মালা সহ আরও অন্যান্য সাজসজ্জায় এম্বুলেন্সকে সাজিয়ে সদ্যজাত কন্যা সন্তানকে বাড়ি নিয়ে এলেন বাবা। সচরাচর এমন ঘটনা খুব কমই নজরে আসতে দেখা যায়। তবে এমন ঘটনা নজরে কম এলেও সেটাই করে দেখাতে দেখা গেল শেখ সাবের আলীকে।
বীরভূমের (Birbhum) সাঁইথিয়া থানার অন্তর্গত মাঠপলসা গ্রামের বাসিন্দা শেখ সাবীর আলী। তার স্ত্রী সম্প্রতি গর্ভাবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। আর সেই কন্যা সন্তানের জন্মের খবর পেতেই আনন্দে আত্মহারা সাবের ও তার পরিবারের সদস্যরা। তারা খুশি মূলত কন্যা সন্তানের জন্মের কারণে, কেননা কন্যা সন্তানের জন্ম মানে, ঘরে লক্ষ্মীর আগমন হওয়া বলেই তারা মনে করেন।
আরও পড়ুন: ‘মস্তান হয়েছিস?’, আদিবাসী যুবককে জিজ্ঞেস করেই পেটালো তৃণমূল!
কন্যা সন্তানের জন্মের খবর পাওয়ার পর সাবের ঠিক করেন তাকে একেবারে রাজকীয় হবে বাড়ি নিয়ে যাওয়ার। আর সেই মতো তিনি সিদ্ধান্ত নেন যে এম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হবে সেই অ্যাম্বুলেন্সটিকে বেলুন, ফুলের মালা সহ আর যা যা লাগে তা দিয়ে সাজানো হবে।
যেমন ভাবনা তেমন কাজ, ভাবনা অনুযায়ী অ্যাম্বুলেন্সকে সাজিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয় সদ্যোজাত কন্যা সন্তানকে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সাবের জানিয়েছেন, কন্যা সন্তান হওয়ার কারণে তিনি যেমন খুশি ঠিক সেই রকমই তার বাবা-মা, স্ত্রী থেকে শুরু করে পরিবারের সবাই খুব খুশি। তিনি জানিয়েছেন, বিয়ের সময় যেমন গাড়ি সাজগোজ করে নিয়ে যাওয়া হয় ঠিক সেই রকমই তার মেয়েকেও তিনি বাড়ি নিয়ে যাচ্ছেন।