মাসের শেষেই ৫ দিন টানা বন্ধ, ফেব্রুয়ারিতে কদিন ছুটি? দেখে নিন Bank Holiday List

Bank Holiday List নিয়ে নয়া মাস পড়ার আগেই চিন্তিত অনেকেই। কারণ জানুয়ারি মাসে বেশ কিছু ছুটি ছিল। তার উপর ধর্মঘটের জেরে ব্যাপক ভাবে বিঘ্নিত হয়েছে কাজ। সেই কারণে আগামী মাসে ব্যাঙ্কিং কাজ সারতে গিয়ে যাতে কোনও অসুবিধা না হয় সেটা জানা দরকার। তাই আজকের পি রতিবেদনে RBI-এর ছুটির তালিকা ঝটপট দেখে নিন। এবারের ফেব্রুয়ারিতে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে মূলত রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারে। পশ্চিমবঙ্গে কোনও অতিরিক্ত উৎসব-ভিত্তিক ছুটি নেই, তাই কলকাতাবাসীর জন্য সুবিধাজনক খবর।

ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক ছুটির দিনগুলি | Bank Holiday in February

RBI-এর নিয়ম অনুযায়ী, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে এই দিনগুলিতে:

  • ১ ফেব্রুয়ারি (রবিবার): সাপ্তাহিক ছুটি
  • ৮ ফেব্রুয়ারি (রবিবার): সাপ্তাহিক ছুটি
  • ১৪ ফেব্রুয়ারি (শনিবার): দ্বিতীয় শনিবার
  • ১৫ ফেব্রুয়ারি (রবিবার): সাপ্তাহিক ছুটি (একই দিনে মহাশিবরাত্রি উপলক্ষে অনেক রাজ্যে অতিরিক্ত ছুটি, তবে রবিবার হওয়ায় কোনও পরিবর্তন নেই)
  • ২২ ফেব্রুয়ারি (রবিবার): সাপ্তাহিক ছুটি
  • ২৮ ফেব্রুয়ারি (শনিবার): চতুর্থ শনিবার

মোট ৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। লক্ষণীয় যে, এবার ফেব্রুয়ারিতে কোনও সপ্তাহের মাঝখানে ছুটি নেই। সব ছুটিই উইকেন্ডে পড়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গে ফেব্রুয়ারি ২০২৬-এ RBI-এর জাতীয় ছুটির বাইরে কোনও অতিরিক্ত ব্যাঙ্ক হলিডে নেই। মহাশিবরাত্রি ১৫ ফেব্রুয়ারি রবিবার পড়ায় কলকাতায় কোনও অসুবিধা হবে না। অন্য রাজ্যে কিছু অতিরিক্ত ছুটি আছে, যেমন:

  • ১৮ ফেব্রুয়ারি: সিকিমে লোসার
  • ১৯ ফেব্রুয়ারি: মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজি মহারাজের জয়ন্তী
  • ২০ ফেব্রুয়ারি: অরুণাচল প্রদেশ ও মিজোরামে রাজ্য প্রতিষ্ঠা দিবস

কিন্তু পশ্চিমবঙ্গে এসবের কোনও প্রভাব নেই।

অনলাইন ব্যাঙ্কিং-ই ভরসা

তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও চিন্তার কিছু নেই। UPI, IMPS, NEFT, RTGS, মোবাইল ব্যাঙ্কিং ও ইন্টারনেট ব্যাঙ্কিং সবসময় চালু থাকবে। এটিএম থেকেও টাকা তোলা যাবে।