মাঘে জেলায় জেলায় অকাল বৃষ্টির ভ্রুকুটি, ভাসতে পারে এই ৫ জেলা

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহে যেভাবে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাড় কাঁপানো শীত পড়েছিল সেই শীত এখন উধাও হয়ে গিয়েছে। এই বছর শীতের উধাও হয়ে যাওয়া শুধু নয়, পাশাপাশি উষ্ণতম মকর সংক্রান্তীও ছিল রবিবার। ভরা মাঘ মাসে যেখানে শীতে থরথর করে কাঁপবে, সেই জায়গায় আবার বৃষ্টির পূর্বাভাস মিলছে হাওয়া অফিসের তরফ থেকে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার রাত থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাত থেকেই জেলায় জেলায় বৃষ্টির ভ্রুকুটি দেখা যাবে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উত্তর বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হওয়ার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এবং তারই পরিপ্রেক্ষিতে এমন বৃষ্টির ভ্রুকুটি তৈরি হয়েছে।

ভরা মাঘ মাসে আবহাওয়ার এমন পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে কৌতুহল জন্মাচ্ছে কোন কোন জেলায় মূলত বৃষ্টির সবচেয়ে বেশি প্রবণতা রয়েছে। হাওয়া অফিসের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, বৃষ্টির এমন প্রবণতা রয়েছে মূলত পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। বৃষ্টির এই সম্ভাবনা থাকার কারণেই আপাতত জাঁকিয়ে শীত অধরা থাকবে বলেই জানিয়েছে হওয়া অফিস।

আপাতত কয়েকদিন জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। আবহাওয়ার খামখেয়ালিপনার কারণ নেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বৃষ্টির পর মেঘ কেটে গেলে নতুন করে শীতের ইনিংস দেখা যাবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয়ের কারণে ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিলেও অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সেরকম পূর্বাভাস পাওয়া যায়নি। তবে মেঘলা আকাশের কারণে দিন কয়েক দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রা উর্ধ্বমুখী থাকবে।