Even if the phone is lost in silent mode, find it with this method: বর্তমানে মানব জীবনের সবথেকে প্রয়োজনীয় জিনিসটি হল স্মার্টফোন। হাতে স্মার্টফোন না থাকলে মানুষ যেন বোকা বনে যায়। রাস্তায় বেরিয়ে লোকজনের কাছে ঠিকানা জিজ্ঞাসা করাটাও এখন অতীত। তার কারণ হাতে থাকা স্মার্টফোনটিই এখন যথেষ্ট ঠিকানা খুঁজে দেওয়া থেকে শুরু করে টাকা পয়সা লেনদেন করার জন্য। তবে এই ছোট্ট জিনিসটি কিন্তু প্রায়শই খোয়া যায় জামাকাপড় বা বই খাতার ভিড়ে। তার উপর যদি ফোনটি থাকে ‘Silent’, কীভাবে খুঁজে পাবেন ফোনটিকে (Find Lost Silent Phone) ভেবে দেখেছেন?
সাইলেন্ট করা অবস্থায় ফোনটি হারিয়ে গেলে আর চিন্তার কোন কারণ নেই। এবার একটি ডিভাইসের মাধ্যমে আপনি আপনার সাইলেন্ট করা ফোনটিকে সহজেই খুঁজে পেতে পারেন (Find Lost Silent Phone)। বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে একটি অন্তর্নির্মিত বিকল্প রয়েছে যা আপনাকে সাইলেন্ট থাকা ফোনটিকেও খুঁজে বের করতে সাহায্য করবে। ডিভাইসটির নাম হল – ‘Find My Device’। এই পদ্ধতিতে ফোন খোঁজার জন্য আপনার ফোনটিতে এই ডিভাইসটি সাপোর্ট করতে হবে। এছাড়া ফোনটি হারানোর আগে ডিভাইসটিকে অবশ্যই চালু করতে হবে৷ এটি চালু করার জন্য আপনার ফোনে ‘Settings’ এ যেতে হবে। সেখানে ‘Current Status’ আছে, ওই অপশনটি যেন সর্বদা অন থাকে।
পদ্ধতি:
১) এছাড়া ‘Find My Device’ এর জন্য আপনার Location স্থির করাও জরুরি। আপনার ফোনে ‘Settings’ এ গিয়েই Location অপশনটি খুঁজে পাবেন।
২) আপনার কম্পিউটার বা অন্য মোবাইল ডিভাইসে Google খুলুন এবং সার্চ বটনে গিয়ে ‘Find My Device’ টাইপ করুন।
৩) আপনি যদি এই প্রথমবার এই পরিষেবাটি অ্যাকটিভ করতে চান, তাহলে Google আপনার ডিভাইসের জন্য Accept অপশনটিতে ক্লিক করতে বলবে। আর যাদের ইতিমধ্যে ডিবাসিদের লগইন করা রয়েছে তাদের সরাসরি ওই ডিভাস্তিতে নিয়ে যাবে।
আরও পড়ুন ? Digilocker: চালান, ট্রাফিক ফাইন নিয়ে চিন্তা নেই! ফ্রি এসব অ্যাপ ফোনে রাখলেই করবে কামাল
৪) এরপর আপনার ফোনের মডেলটি শো করবে। আপনি ফোনের মডেলটি সঠিক কিনা তা বাছাই করলে আপনাকে রিংয়ের অপশনে নিয়ে যাওয়া হবে। সেখানে গিয়ে রিংটোন এ ক্লিক করলে আপনার সাইলেন্ট করা ফোনেও রিংটোনটি বাজতে শুরু করবে।
Google Voice এর মাধ্যমে ‘Silent’ অ্যান্ড্রয়েড ফোনটি খুঁজে বের করা (Find Lost Silent Phone) সম্ভব:
Google Voice হল একটি বিশেষ অ্যাপ যা মার্কিন নাগরিকদের ব্যক্তিগত Google অ্যাকাউন্টের জন্য উপলব্ধ। Google Voice প্রতিটি ফোনকে একটি ভার্চুয়াল ফোন নম্বর দেয় যা কল, মেসেজিং এবং ভয়েস মেলিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। আপনার ফোন হারানোর আগে আপনি Google Voice পরিষেবা চালু করুন। আপনি সরাসরি Play Store থেকে Google Voice পেতে পারেন।