Train Vacant Seats: কোথায় রয়েছে ট্রেনের খালি সিট! বাড়িতে বসেই সহজে জেনে নিন এইভাবে

Find out where there are vacant seats on the train at home: দেশের পরিবহন মাধ্যমগুলির মধ্যে অন্যতম হলো রেল পরিবহন। যে মাধ্যমকে ব্যবহার করে প্রতিনিয়ত মানুষ দূরে কাছে বিভিন্ন জায়গায় পাড়ি দিচ্ছে। অত্যন্ত সাশ্রয়ী এবং আরামদায়ক পরিবহন হলো রেল পরিবহন। যার ফলে ভ্রমণের উদ্দেশ্যে হোক বা কাজের সূত্রে ট্রেনের মাধ্যমেই যাতায়াত করে বহু মানুষ। তবে সমস্যা হয় ট্রেনের সিট খুঁজতে। যার জন্য দৌড়াতে হয় TTE-র কাছে। তবে সেই দিন শেষ। ট্রেনের খালি সিট (Train Vacant Seats) খোঁজা যাবে ঘরে বসেই। অনলাইনেই পেয়ে যাবেন ট্রেনের আসন সম্পর্কিত তথ্য। কিভাবে? জানতে হলে চোখ রাখুন এই প্রতিবেদনে।

যত দিন যাচ্ছে ততই প্রযুক্তিগত উন্নতির বৃদ্ধি হচ্ছে। তেমনি উন্নতি এসেছে ট্রেনের সিট (Train Vacant Seats) খোঁজার পদ্ধতিতে। পূর্বে ট্রেনে ভ্রমণের জন্য ট্রেনের সিট খালি আছে কিনা তা জিজ্ঞাসার জন্য ছুটতে হতো TTE-র পিছনে। তবে বর্তমানে আর সেই কষ্ট করতে হবে না ভ্রমণকারীদের। ঘরে বসেই অনলাইনে অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে একটি ক্লিকেই জানতে পেরে যাবেন ট্রেনের আসন সম্পর্কে। আজকের এই প্রতিবেদনে সেই পদ্ধতি জানানো হয়েছে। আসুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক।

বাড়িতে বসে ট্রেনের ফাঁকা সিট খোঁজার অন্যতম উপায় হল IRCTC ওয়েবসাইট বা অ্যাপ। যে ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করেই জানা যাবে নিশ্চিত আসন রয়েছে নাকি নেই। চলুন সেই পদ্ধতিগুলি স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক।

আরও পড়ুন 👉 Prayag Film City: দিঘা, পুরি ছেড়ে ঘুরে আসুন কলকাতার পাশেই থাকা এই ফিল্ম সিটি থেকে! খরচ হবে নামমাত্র

  • IRCTC অ্যাপের মাধ্যমে ট্রেনের খালি আসন সার্চ করার পদ্ধতি
  • প্রথমে অ্যান্ড্রয়েড সেটে IRCTC অ্যাপ ডাউনলোড করতে হবে।
  • তারপর সেই অ্যাপ ওপেন করে ট্রেন আইকনে ক্লিক করতে হবে।
  • তারপরে ‘চার্ট ভ্যাকেন্সি’ অপশনে প্রেস করতে হবে। প্রেস করলেই রিজার্ভেশন চার্ট পেজটি ওপেন হবে।
  • এরপর দ্বিতীয় ফাঁকা বক্সে ট্রেনের নাম অথবা নম্বর এবং বোর্ডিং স্টেশন লিখে ক্লিক করলেই খালি আসনের তথ্য আপনার স্ক্রিনের পরিলক্ষিত হবে।
  • IRCTC ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের খালি আসন সার্চ করার পদ্ধতি
  • ওয়েবসাইটের ক্ষেত্রে প্রথমে অনলাইন সার্চ বারে IRCTC লিখে সার্চ করুন।
  • এরপর ওয়েবসাইট ওপেন করে মেইন পেজ খুলুন।
  • তারপর ‘বুক টিকিট’ বক্সের মধ্যে থাকা ‘চার্ট ভ্যাকেন্সি’ অপশনটি ক্লিক করুন। ওপেন হবে রিজার্ভেশন চার্ট।
  • এরপর দুটি বক্স আসবে। তার মধ্যে প্রথম বক্সে লিখুন ট্রেনের নাম অথবা নম্বর এবং দ্বিতীয় বক্সে লিখুন বোর্ডিং স্টেশন।
  • সর্বশেষে ‘Get Train Chart’ অপশনে ক্লিক করুন। তারপরেই স্ক্রিনে ট্রেনের খালি সিট (Train Vacant Seats) সম্পর্কিত তথ্য উঠে আসবে। যা দেখে সহজেই ট্রেনের সিট বুক করে নিতে পারবেন।