দুবরাজপুর পৌরসভার অন্তর্গত ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড তৃণমূলের তরফে বৃহস্পতিবার একটি বিজয়া সম্মেলনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল দুবরাজপুর পৌরসভার অন্তর্গত রবীন্দ্র সদন অনুষ্ঠান ভবনে। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ঘটে যায় ভয়ংকর কান্ড।
এদিন অনুষ্ঠান শুরু হওয়ার আগেই দেখা যায় অনুষ্ঠান ভবনের বেশ কিছু জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অনুষ্ঠান ভবনের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়টি সামনে আসতেই হুড়োহুড়ি পড়ে যায় তৃণমূল কর্মীদের বাইরে বের হওয়ার জন্য। অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে খবর দেওয়া হয় দুবরাজপুরের দমকল বাহিনীকে।
আরও পড়ুন: ভাইয়ের নাম নরেন্দ্র মোদি, দিদি আবার মমতা! বীরভূমে অন্য মোদি-মমতার গল্প, হেসে গড়াগড়ি সবার
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি দুবরাজপুরের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এমন অগ্নিসংযোগের বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও উপস্থিত প্রত্যেকেই সুরক্ষিতভাবে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। আর শেষমেষ এই অনুষ্ঠান রবীন্দ্রসদন অনুষ্ঠান ভবনের বাইরে করে তৃণমূল।
