সংখ্যালঘু বিজেপি কর্মীর ৪৬ বিঘা জমির ধান ও খড়ে আগুন, অভিযোগ তৃণমূলের দিকে

হিমাদ্রি মণ্ডল : বিজেপির এক সংখ্যালঘু মণ্ডল সভাপতির ৬ বিঘা জমির ধান ও ৪০ বিঘা জমির খড়ে আগুন। আগুনের এই ঘটনায় সংখ্যালঘু ওই মন্ডল সভাপতি ও বিজেপি জেলা নেতৃত্ব তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

ঘটনাটি ঘটেছে বীরভূমে পাইকর থানার অন্তর্গত মিত্রপুর পঞ্চায়েতের মাঠকরমজা গ্রামে। সেখানকার বিজেপির মণ্ডল সভাপতি মহঃ আলী রেজার জমির ধান ও খড় রবিবার সকালে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। আগুন দেখে স্থানীয় মানুষেরা আগুন নেভানোর কাজে হাত লাগায়। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ভয়াবহ আগুনের ঘটনায় বিপুল ক্ষতির সম্মুখীন ওই ধান ও খড়ের মালিক মহঃ আলী রেজা।

তবে এই ঘটনার পরেই সরগরম হয়ে ওঠে জেলা রাজনীতি। এলাকার ওই বিজেপি মণ্ডল সভাপতি মহঃ আলী রেজার অভিযোগ, “আমি ইসলাম সম্প্রদায়ের হওয়া সত্বেও বিজেপি করি বলে আমার উপর নানা হুমকি আসতো দীর্ঘদিন ধরে। কিন্তু আমি আমার সদিচ্ছাতে বিজেপি করি। এরপর কোন উপায় খুঁজে না পেয়ে আজ এইভাবে আমার সম্পত্তির উপর আগুন লাগিয়ে দিয়েছে তৃণমূল দুষ্কৃতীরা।”

আগুনের এই ঘটনা নিয়ে একই অভিযোগ শোনা যায় বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলের মুখ থেকে। তিনিও দাবি করেন, “হুমকি দিয়ে হয়নি বলে অবশেষে আগুন লাগিয়ে দেওয়ার মতো কাজ করেছে তৃণমূলীরা।”

বিজেপির জেলা সভাপতি ও মন্ডল সভাপতির তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও এ বিষয়ে এখনো পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।