Salary Savings: রোজগার করলাম আর ফুটিয়ে দিলাম! এটা করলে চলবে না, সঞ্চয় দরকার, তাও আবার এই ছকে

Follow these Salary Savings tips if you can’t keep money after earning a lot: বর্তমান সময়ে সঞ্চয় করা খুবই প্রয়োজনীয়, কারণ ভবিষ্যতকে সুরক্ষিত করতে গেলে সঞ্চিত অর্থের একান্ত প্রয়োজন। আপনি সরকারি চাকরি করুন কিংবা বেসরকারি এখনকার দিনে অর্থ উপার্জনের পাশাপাশি প্রত্যেক মাসেই আপনাকে কিছু টাকা অবশ্যই জমাতে হবে (Salary Savings)। আপনার স্যালারি কম হোক কিংবা বেশি সেইটা গুরুত্বপূর্ণ নয়; আপনার জমানোর মানসিকতা আছে কিনা সেটাই হল আসল। এমন বহু ব্যক্তি আছেন যারা মাসিক বেতন প্রচুর টাকা পান কিন্তু জমাতে পারেন না এক টাকাও। আবার অনেক ব্যক্তির মাসিক আয় অল্প হলেও তার থেকেও তারা নিজেদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করে থাকে।

সেই কারণে কম মাইনে পেলেও বুদ্ধি খাটিয়ে টাকা সঞ্চয় (Salary Savings)করে ভবিষ্যতে মোটা টাকার মালিক হতে পারেন। এদেশের সব থেকে বড় সমস্যা হলো মানুষের মধ্যে ভবিষ্যতের জন্য টাকা জমানোর ইচ্ছা, যা একেবারে নেই বললেই চলে। মানুষ সাধারণত একটা অজুহাতি দিয়ে থাকেন স্যালারি বাড়লে তারপর জমানোর চিন্তা ভাবনা করা হবে। কিন্তু এটা ভুলেও যায় কম স্যালারি থেকেও অল্প পয়সা জমানো যেতে পারে। বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার খরচ ও বাড়বে কিন্তু জমানোর ইচ্ছে আর জেগে উঠবে না।

আপনার মাসিক বেতন যেমনই হোক না কেন আপনাকে অবশ্যই কোন সঠিক খাতে জমাতে হবে। তাহলেই আপনি বয়সকালে নিশ্চিন্তে জীবন যাপন করতে পারবেন। বহু ব্যক্তি আছেন যারা স্যালারি পাওয়ার সঙ্গে সঙ্গেই খরচ করে ফেলেন তারা কখনোই জমাতে পারেন না। সেই জন্য স্যালারি ঢোকার সাথে সাথেই বিনিয়োগ করা (Salary Savings) শুরু করে দিন এতে ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করা থাকবে।।

এমনো ব্যক্তি আছেন যাদের দ্বিতীয় কোন অ্যাকাউন্ট নেই তারা কি করবেন নিশ্চয়ই ভাবছেন? তারা মাইনে ঢোকার সঙ্গে সঙ্গেই একেবারেই শপথ করবেন যে বিনিয়োগের টাকা (Salary Savings) কোনভাবেই খরচ করা যাবে না। কেউ যদি তার বেতন এবং সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে না পারেন, তাহলে তিনি তার আর্থিক লক্ষ্য অর্জন লড়তে পারবেন না।

আরো পড়ুনঃ FD অতীত! এবার বন্ধন ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টেই দিচ্ছে ৮.০৫% পর্যন্ত সুদ

উন্নত পরিকল্পনা এবং দূরদৃষ্টির দ্বারা আপনাকে ভবিষ্যতের জন্য অবশ্যই অর্থ সঞ্চয় করতে হবে। আপনার বেতন যেমন ঠিক সেভাবেই আপনি জমাবেন। এমনকি কারও বেতন যদি প্রতি মাসে ২০ হাজার টাকাও হয় তাহলেও তিনি অর্থ সঞ্চয় করতে পারবেন। সঞ্চয় এর অভ্যাস না থাকলে প্রথম প্রথম হয়তো সমস্যা হবে কিন্তু ধীরে ধীরে আপনি অভ্যস্ত হয়ে যাবেন এই জীবন যাপনে। তবে সঞ্চয়ের শুরুতে প্রথমে বেতনের মাত্র ১০ শতাংশ দিয়ে সঞ্চয় (Salary Savings)শুরু করা যেতে পারে।

আপনাকে পরিকল্পনা করে প্রথম ৬ মাসের জন্য প্রতি মাসে ২ হাজার টাকা করে সঞ্চয় করতে হবে। যদি কোনো ব্যক্তির বেতন ৫০ হাজার হয় এবং তার যদি স্ত্রী সন্তান থাকে তাহলে প্রতিমাসে তাকে বেতনের প্রায় ৩০ শতাংশ সঞ্চয় করতে হবে। হিসাব অনুযায়ী প্রতি মাসে আপনার ১৫ হাজার টাকা সঞ্চয় করা উচিত। আবার কোনো ব্যক্তির বেতন ১ লক্ষ টাকা হলে, প্রতি মাসে কমপক্ষে ২০ শতাংশ অর্থ সঞ্চয় করতে হবে। তবে বেতন বৃদ্ধির সাথে বিনিয়োগের পরিমাণ -ও বাড়াতে হবে।