Tips for Running Taps: ট্যাপ থেকে টিপটিপ করে জল পড়া বন্ধ হচ্ছে না! ছোট কাজ করেই মিলবে সমাধান

Prosun Kanti Das

Published on:

Advertisements

Follow these tips to stop dripping water from the running tap: বর্তমানে স্নান করা বা বাসন মাজা এইসবের জন্য পুকুর-ঘাট ব্যবহার করার চল প্রায় উঠে গিয়েছে। প্রতি বাড়িতেই রয়েছে পাম্পের ব্যবস্থা। যার মাধ্যমে সহজেই বাড়ির যেকোনো কাজ করে নেওয়া যায়। যার জন্য বাড়ির বাইরে পুকুর-ঘাটে যেতে হয় না। কিন্তু এই ট্যাপ বা কল ব্যবহার করতে গিয়েও পড়তে হচ্ছে সমস্যায়। ট্যাপ থেকে আগত জলের প্রবাহমান স্থির হয়ে যাচ্ছে। যার জন্য কাজে দেরি হয়ে যাচ্ছে। এমনকি জলের গতি এতটাই কমে যাচ্ছে যে জল আসা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু জানেন এর সমস্যা কী? এর সমস্যা কিভাবেই বা দূর করা যায়? রয়েছে বেশ কিছু ঘরোয়া উপায় (Tips for Running Taps) যা আজকের এই প্রবন্ধে আলোচনা করা হয়েছে।

Advertisements

তবে জল আসার গতি ধীর হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো ট্যাপের মধ্যে নোংরা ও আবর্জনা জমা। ট্যাপ কলের মুখে একটি জালি লাগানো থাকে। জল ওঠার সময় জলের সাথে আসা নোংরা জালিতে আটকে যায়। দীর্ঘদিন ধরে সেই মাটি বা নোংরা জমা হতে হতে জলের প্রবাহিত অবস্থায় সমস্যা সৃষ্টি করে। জল আসার গতি কমে হয়ে যায়। কি ভাবছেন প্লাম্বার ডেকে ৫০০ টাকা খরচ করলেই ঠিক হয়ে যাবে? কি দরকার ৫০০ টাকা খরচ করার। মাত্র ৫ মিনিটে ঘরোয়া পদ্ধতিতেই ট্যাপকল পরিষ্কার করে ফেলুন (Tips for Running Taps)। দেখবেন জল আসার গতি পূর্ব অবস্থায় ফিরে গিয়েছে। আসুন জেনে নেওয়া যাক সেই ঘরোয়া পদ্ধতিগুলি।

Advertisements
গরম জলের টিপস

ট্যাপ কলের জলের গতি বাড়ানোর অন্যতম উপায় হল গরম জলের ব্যবহার। কিভাবে করবেন? প্রথমে একটি পাত্রে জল নিয়ে তা ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর সেই গরম জল যুক্ত পাত্রে ট্যাপকলের মুখটি ডুবিয়ে রাখতে হবে। প্রায় তিন থেকে চার মিনিট ডুবিয়ে রাখতে হবে। তাহলেই কলের মুখে আটকে থাকা নোংরা আবর্জনা গলে গিয়ে কলের মুখ পরিষ্কার করে দেবে এবং জলের প্রবহমান বৃদ্ধি পাবে।

Advertisements

আরও পড়ুন ? AC Water: AC থেকে বেরোনো জলের অপচয় নয়, ভিডিও দেখে এই পদ্ধতিতে করুন সাশ্রয়

গরম জলসহ পলিথিন ব্যাগের ব্যবহার

ট্যাপ কলের জলের গতি বাড়ানোর আরো একটি উপায় হল পলিথিন ব্যাগের ব্যবহার। এর জন্য জলযুক্ত পলিথিন ব্যাগের জল গরম করে নিয়ে রাত্রি বেলা কলের মুখে বেঁধে দিতে হবে। সারারাত সেটিকে ওই অবস্থায় রেখে দিতে হবে। পরের দিন সকালে কল থেকে পলিথিন ব্যাগটি খুলে নিলে দেখবেন ট্যাপকলের সমস্ত বর্জ্য চলে এসেছে পলিথিন ব্যাগে।

পেরেকের ব্যবহার

ধীর গতিতে ট্যাপ কলে জল আসার সমস্যা দূর করতে ব্যবহার করুন পেরেক বা বড় সূঁচ। এর জন্য একটি বড় মোটা সাইজের সুঁচ বা পেরেক নিন (Tips for Running Taps)। তারপর কলের মুখে লাগানো জালে বারংবার ঢোকান। প্রায় এক মিনিট মতো এটি করার পর লম্বা নখ দিয়ে কলের মুখটি পরিষ্কার করে নিন। তারপর ট্যাপ কলের মুখ খুলে দিলেই ম্যাজিকের মতো সমস্ত বর্জ্য বাইরে বেরিয়ে আসবে। জলের প্রবাহ পূর্ব অবস্থায় ফিরে আসবে।

Advertisements