Free Ration Card Apply Online : কীভাবে বিনামূল্যে রেশন কার্ড পাবেন, জেনে নিন আবেদন প্রক্রিয়া

Free Ration Card Apply Online : রেশন ব্যবস্থার মাধ্যমে উপকৃত হন প্রত্যেক রাজ্য তথা দেশের মানুষ। প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের তরফে রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের প্রত্যেক নাগরিকের ঘরে পৌঁছায় কিছু খাদ্য সামগ্রী। নাগরিকদের রেশন কার্ডের ধরন কেমন তার ওপরেই নির্ভর করে এই খাদ্য সামগ্রী কারা কতটা পরিমাণে পাবেন।

আর এবার রেশন ব্যবস্থার ক্ষেত্রে এক নয়া উদ্যোগ সামনে এলো। নাগরিকদের জন্য একটি বিনামূল্যে রেশন কার্ড বা ফ্রি রেশন কার্ড-এর সুবিধা চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফে। এই কার্ডের মাধ্যমে উপকৃত হবেন গ্রামগঞ্জে বসবাস করা দারিদ্রসীমার নীচে থাকা নাগরিকরা। সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান করা হবে তাদের।

এই গ্রামীণ রেশন কার্ড চালু করা হবে রাজ্য সরকারের তরফে রেশন কার্ডের সাহায্যে তালিকা দেখার পর। এই বিশেষ কার্ডে নিজের নাম নথিভুক্ত করার জন্য গ্রামাঞ্চলে দরিদ্র সীমার নীচে থাকা পরিবারগুলি তাদের এলাকার রেশন দোকান বা অফিসে গিয়ে নাম নথিভুক্ত করাতে পারবেন। শুধু চাল, গম নয়, রেশন দোকান থেকে অন্যান্য সামগ্রীও স্বল্প মূল্যে কিনতে কিনতে পারবেন গ্রাহকরা। তার জন্য আবশ্যক এই কার্ডে নাম তালিকাভুক্ত থাকা।

নতুন এই কার্ডের সুবিধা উপভোগ করতে চাইলে নাগরিকদের নাম তালিকাভুক্ত করতে হবে। সেক্ষেত্রে বাধ্যতামূলক দারিদ্রসীমার প্রমাণপত্র, প্যান কার্ড, গ্রামে বসবাসকারীর প্রমান, গ্রাহকের ছবি ও পরিচয় পত্র। ন্যাশনাল ফুড সিকিউরিটির সাইটের মেইন পেজে গিয়ে সেখানে রেশন কার্ডে ক্লিক করে রেশন কার্ডের তালিকা দেখতে পারবে গ্রাহকরা। ওই পেজটিতে গ্রাহকরা নিজের রাজ্য জেলা ইত্যাদি নথিভুক্ত করার পর এই তালিকা পিডিএফ আকারে পাওয়া যাবে। একবার এই কার্ডের আওতায় নাম উঠলেই রাজ্য সরকারের থেকে বিনামূল্যে চাল গম পাবেন গ্রাহক।