১লা জুলাই থেকে এই ব্যাঙ্কের পুরাতন IFSC কোড কাজ করবে না

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০১৯ সালে একাধিক ব্যাঙ্কের সংযুক্তিকরণ করার কথা ঘোষণা করেছিলেন। আর সেই ঘোষণা মত ইতিমধ্যে একাধিক ব্যাঙ্ক সংযুক্তকরণ করা হচ্ছে অথবা আগামী দিনে সংযুক্ত করার মত পদক্ষেপ গ্রহণ করা হবে। আর এই সকল সংযুক্তিকরণের কারণে বদলে যাচ্ছে একাধিক ব্যাঙ্কের IFSC কোড থেকে চেকবুক ইত্যাদি।

আর এবার আগামী ১লা জুলাই থেকে সিন্ডিকেট ব্যাঙ্কের পুরাতন IFSC কোড কাজ করবে না বলে জানা যাচ্ছে। এই সমস্ত ব্যাঙ্কের গ্রাহকদের আগামী ৩০ শে জুনের মধ্যে তাদের নতুন IFSC কোড সংগ্রহ করে নিতে হবে। সিন্ডিকেট ব্যাঙ্কের সাথে সংযুক্তিকরণ হচ্ছে কানাড়া ব্যাঙ্কের। যে কারণে কানাড়া ব্যাঙ্কের ওয়েবসাইটে এই সম্পর্কিত বিশদ বিবরণ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এবার সিন্ডিকেট ব্যাঙ্কের গ্রাহকদের নতুন IFSC কোড হবে ১১ ডিজিটের। অনলাইনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই IFSC কোড খুবই গুরুত্বপূর্ণ তা কারোর অজানা নয়। তবে বর্তমান করোনাকালে এই কোড পরিবর্তন করার কারণে গ্রাহকরা আশঙ্কা করছেন ভোগান্তির শিকার হতে পারেন তারা।

[aaroporuntag]
এর আগে ইন্ডিয়ান ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সহ একাধিক ব্যাংকের পুরাতন IFSC কোড পরিবর্তন করা হয় একাধিক ব্যাঙ্ক সংযুক্ত হওয়ার কারণে।