Gaddafi Stadium: ১২৮০ কোটির গদ্দাফি স্টেডিয়ামে ছাদ চুঁইয়ে পড়ছে জল

গত ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ের মাঠে ভারত বনাম পাকিস্তানের মধ্যে আয়োজিত হয় মিনি বিশ্বকাপ। যা ঘিরে খেলা প্রেমিদের ছিল তুমুল উত্তেজনা। যেখানে ভারতের কাছে গোহারান হারে পাকিস্তানের ক্রিকেট দল। পাকিস্তানের আর হেনস্থার শেষ নেই। ২৯ বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়ে পাকিস্তান ক্রিকেট দল ছিটকে গিয়েছে।

একটি ম্যাচেও সফলতা পায়নি তাদের দল। আর তারই মাঝে আরও এক নতুন খবর উঠে আসছে জানা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড স্টেডিয়ামের জন্য নিন্দার ঝড় উঠেছে। খারাপ জল নিকাশি ব্যবস্থার পর এ বার গদ্দাফি স্টেডিয়ামের ছাদ থেকে জল পড়ার ঘটনা সামনে এসেছে।

আরও পড়ুন: International Airport: দেশের একমাত্র রাজ্য, যেখানে রয়েছে ৫টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

এর আগেও খবরের শিরোনামে উঠে এসেছে ক্রিকেট স্টেডিয়াম ও অপরিছন্নতার ছবি। পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে মোটা টাকা খরচ করে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে সংষ্কার করেছে। সাড়ম্বরে উদ্বোধনও করেন তারা। কিন্তু এবারের ছবি অন্য কথা বলছে।

পাকিস্তানে বৃষ্টির জন্য তিনটে ম্যাচ ভেস্তে গিয়েছে। বৃষ্টির সময় পিসিবির আসল ছবি সামনে আসে। দেখা গিয়েছে, পুরো মাঠ কভার দিয়ে ঢাকতে পারেনি পিসিবি। অন্যদিকে বৃষ্টি কমে গেলেও আউটফিল্ড রীতিমতো পুকুর হয়ে গিয়েছিল। জল বের করার জন্য কোনও ব্যবস্থায়ও চোখে পড়েনি।

এই ছবিগুলো সামনে আসার থেকেই আশঙ্কা শুরু হয়েছে আইসিসির টাকা দিয়ে পাকিস্তান কেন স্টেডিয়ামগুলোকে পুরো তৈরি করতে পারল না।