Gas Pipeline in Kolkata: এবার কলকাতায় বসবে গ্যাসের পাইপলাইন, কবে থেকে শুরু হবে কাজ? বাড়ি বাড়ি পৌঁছবে কবে?

Gas Pipeline in Kolkata: সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিনিয়তই চলছে রাজ্যে জুড়ে বিভিন্ন প্রকল্পের কাজ। তেমনি সরাসরি বাড়ি বাড়ি গ্যাস সরবরাহের জন্য রাজ্য জুড়ে গ্যাস পাইপলাইন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে পাইপলাইন বসানোর জন্য রাজ্যে জুড়ে রাস্তা খুঁড়তে হবে। আর সেই রাস্তা খোঁড়ার খরচ নিয়েই বেশ কিছুদিন ধরে চলছিল জটিলতা। এবার সেই জটিলতা শেষ হয়ে অনুমোদিত হল পাইপ বসানোর জন্য রাস্তা খোঁড়ার কাজ।

প্রসঙ্গত, রাজ্য জুড়ে গ্যাস পাইপলাইন (Gas Pipeline in Kolkata) সরবরাহের দায়িত্ব গ্রহণ করেছে বেঙ্গল গ্যাস কোম্পানি। আর এই গ্যাস কোম্পানির সাথেই কলকাতা পুর কর্তৃপক্ষের সাথে রাস্তা খোঁড়ার কাজ নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। বিশেষত রাস্তা খোঁড়ার খরচ সংক্রান্ত বিষয়েই চলছিল উভয়ের মধ্যে চাপান উতোর। কারণ রাস্তা খোঁড়ার জন্য যা বরাদ্দ করা হয়েছে তার পাঁচ গুণ খরচ রয়েছে পুর কলকাতায়। ৮৪৫ টাকা প্রতি মিটার। আর এই নিয়েই তৈরি হয়েছিল জটিলতা।

তবে সাম্প্রতিক উভয়ের মধ্যে দূর হয়েছে জটিলতা। প্রকল্পের স্বার্থে কলকাতা কর্তৃপক্ষের কথামতোই খরচ করতে রাজি হয়েছে বেঙ্গল গ্যাস কোম্পানি। অর্থাৎ পুর কর্তৃপক্ষের কথা অনুযায়ী ৮৪৫ টাকা মিটারে ৪ কিমি গ্যাসের পাইপলাইন বসাতে চলেছে গ্যাস কোম্পানি। খবর রয়েছে চলতি সপ্তাহেই মোট খরচের হিসাব জানাবে পুর কর্তৃপক্ষ। আর সেই হিসেব দেখেই টাকা জমা দিয়ে মার্চ মাস থেকে শুরু হবে কলকাতায় পাইপ বসানোর কাজ। যার রুট হল ইএম বাইপাস সংলগ্ন কালিকাপুর থেকে যাদবপুর পর্যন্ত প্রায় ৪০০০ থেকে ৪৫০০ কিলোমিটার। কতদিন লাগবে কাজ সম্পন্ন হতে? বাড়ি বাড়িই বা গ্যাস সরবরাহ হবে কবে?

আরও পড়ুন: কবে শুরু হচ্ছে ব্যারাকপুর-বরানগরে মেট্রোর কাজ? তৈরি হচ্ছে ১০ মেট্রো স্টেশন

বেঙ্গল গ্যাস কোম্পানির সিইও অনুপম জানিয়েছেন, সংস্থা তরফে রাস্তা খোলার খরচের জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু কলকাতার ৪ কিমি রাস্তা খোঁড়ায় ৮৪৫ প্রতি মিটার নেওয়া হলে সেই অঙ্কের পরিমাণ আরও ছাপিয়ে যাবে। তবে কাজ শুরু করার জন্য বেশি খরচেই গ্যাসের পাইপলাইন (Gas Pipeline in Kolkata) বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষের বোঝা উচিত এই সংস্থাটি সরকারি সংস্থা। যার বরাদ্দ মোট খরচে প্রভাব ফেলতে পারে। তবে খুব শীঘ্রই এই বিষয়ে রফা সূত্র বেরোনোর আশা করছে সংস্থার সিইও।

অন্যদিকে পুরো দমে পাইপ বসানোর কাজ চলছে হুগলির মগরা থেকে উলুবেরিয়া রুটে। সমীক্ষা চলছে ব্যারাকপুর থেকে বি টি রোড পর্যন্ত এই গ্যাস পাইপলাইন (Gas Pipeline in Kolkata) নিয়ে যাওয়া যায় কিনা সেই বিষয়ে। যেহেতু কলকাতা ঘন জনবসতিপূর্ণ এলাকা সেহেতু কলকাতায় ৫-৬ মাস লেগে যেতে পারে পাইপলাইন বসাতে। ফলে এখনই বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ হবে না। সম্পূর্ণ কাজ হলে তবেই ঘরে ঘরে সরবরাহ হবে রান্নার গ্যাস। সংস্থা তরফে আশা করছে পুজোর আগেই হুগলির বেশ কয়েকটি পুরসভা এলাকায় গ্যাস সরবরাহ হবে। অন্যদিকে পুজোর পর গ্যাস সরবরাহ হতে পারে নদিয়া, উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায়।