শুধু ধনসম্পত্তি বৃদ্ধি নয়, সবচেয়ে বেশি দান করে নজির করলেন গৌতম আদানি

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের যে সমস্ত ধনী ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে দ্বিতীয় ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি। এই শিল্পপতি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি ভারত এবং এশিয়ার সবচেয়ে ধনী শিল্পপতি। তবে শুধু নিজের প্রতিপত্তি, ধনসম্পত্তি বৃদ্ধি করেছেন এমন নয়। পাশাপাশি পরোপকারের তালিকা তো গৌতম আদানি কিন্তু প্রথম।

ফোর্বসের তরফ থেকে যেমন বিশ্বের ধনী শিল্পপতি থেকে ধনী তারকাদের নাম প্রকাশ করা হয়ে থাকে সেই রকমই তাদের তরফ থেকে প্রকাশ করা হয়ে থাকে সবচেয়ে বড় উপকারী ব্যক্তিদের নাম। এবার এই তালিকাতেই জায়গা করে নিয়েছেন গৌতম আদানি। সম্প্রতি এইরকমই একটি তালিকা প্রকাশ করা হয়েছে ফোর্বসের তরফ থেকে।

ফোর্বসের তরফ থেকে প্রকাশ করা হয়েছে ফোর্বস এশিয়া ফিলানথ্রোপি লিস্ট। সেই তালিকাতেই দেখা যাচ্ছে নাম রয়েছে গৌতম আদানি সহ দুজন ভারতীয় ব্যক্তিত্বের। যদিও এই তালিকায় কোনরকম র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়নি। কারণ হিসাবে ম্যাগাজিনের তরফ থেকে জানানো হয়েছে, পরোপকারের জন্য যারা দান করেছেন তাদের সম্মান জানাতে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

ম্যাগাজিনের তরফ থেকে জানানো হয়েছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে যে সমস্ত ব্যক্তিরা অন্যদের উপকারের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তাদের সম্মান জানাতে এই তালিকা প্রকাশ করা হয়েছে। গৌতম আদানি চলতি বছর জুলাই মাসে ৬০ বছরে পা রাখেন এবং সেই ৬০ তম জন্মদিন উদযাপন উপলক্ষে ৬০ হাজার কোটি টাকা দান করেন। ভারতীয়দের মধ্যে তিনি সবচেয়ে বেশি টাকা দান করেছেন এমন উল্লেখ করা হয়েছে ম্যাগাজিনে।

গৌতম আদানি ছাড়াও ভারতীয়দের মধ্যে এই তালিকায় রয়েছেন আরও দুই সংস্থা। শিব নাদার এবং অশোক সুতার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের তরফ থেকে যথাক্রমে এই বছর ১১ হাজার ৬০০ কোটি এবং ৬০০ কোটি টাকা অনুদানের ঘোষণা করা হয়েছে।