আরও গরিব হয়ে গেলেন আদানি, ধনীদের তালিকায় পৌঁছালেন খুব বাজে জায়গায়

নিজস্ব প্রতিবেদন : খুব কম সময়ের মধ্যে একজন শিল্পপতি হিসাবে বিশ্বে দ্রুত উত্থান দেখা গিয়েছিল গৌতম আদানিকে (Gautam Adani)। লকডাউন সময় কালে যখন অধিকাংশ শিল্পপতিদের অবস্থা ধরাশায়ী হয়ে পড়তে দেখা গিয়েছিল সেই সময় হু হু করে নিজের সম্পত্তি বৃদ্ধি করছিলেন গৌতম আদানি এবং তার আদানি গোষ্ঠী (Adani Group)। তবে এই আদানি গোষ্ঠীর সম্পত্তি এখন হু হু করে কমতে শুরু করেছে।

আদানি গোষ্ঠীর সম্পত্তি এইভাবে হু হু করে কমতে থাকার পিছনে রয়েছে আমেরিকার আর্থিক পর্যবেক্ষক সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট (Hindenburg Report)। যদিও এই রিপোর্টকে অস্বীকার করেছে আদানি গোষ্ঠী এবং তারা এই রিপোর্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পথও বেছে নিয়েছে। তবে সেই আইনি লড়াইয়ে কারা জয় পাবে তা এখনো স্পষ্ট নয়। তবে সেই জয় পাওয়ার আগেই যেভাবে ধরাশায়ী হতে দেখা যাচ্ছে আগামী গোষ্ঠীকে তার রীতিমতো চিন্তার।

এই রিপোর্ট সামনে আসার পর হু হু করে আদানি গোষ্ঠীর সম্পত্তি কমে যাওয়ার পাশাপাশি তাকে বিশ্ব ধনী শিল্পপতিদের তালিকা থেকে অনেক নিচে নামতে দেখা যায়। এবার তাকে আরও নিচে নামতে দেখা গেল। এবার এই শিল্পপতিকে বিশ্বের প্রথম ২৫ ধনী শিল্পপতিদের তালিকা থেকেও ছিটকে যেতে দেখা গেল। স্বাভাবিকভাবেই দিন দিন খুব বাজে অবস্থায় পৌঁছাচ্ছেন আগামী এবং তার শিল্প।

বিশ্বের ধনী শিল্পপতিদের তালিকায় বর্তমানে গৌতম আদানি ২৯ নম্বর জায়গায় অবস্থান করছেন। ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্স (Bloomberg Billionaires Index) অনুযায়ী গৌতম আদানীর বর্তমানে সম্পত্তির পরিমাণ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৭০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা)।

অন্যদিকে ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নেয়ার’-এর (Forbes Real Time Billionaires) তালিকাতেও গৌতম আদানীর সম্পত্তির পরিমাণ কমে তালিকায় অনেক নিচে নেমে গিয়েছেন তিনি। বর্তমানে এই তালিকায় তিনি ২৬ তম জায়গায় অবস্থান করছেন। ফোপসের হিসাব অনুযায়ী গৌতম আদানীর বর্তমান সম্পত্তির পরিমাণ হলো ৪৩৪০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা)।