New Jeevan Anand Policy: এলআইসির এই নতুন পলিসিতে প্রতিদিন দিতে হবে ৪০ টাকা, এতেই হয়ে যান লাখপতি

New Jeevan Anand Policy: ভারতের অন্যতম সরকারি বীমা সংস্থা হল এলআইসি। মানুষ চোখ বন্ধ করে ভরসা করতে পারে এই বীমা সংস্থার ওপর। আজকের এই প্রতিবেদনে এমন একটি পলিসি সম্পর্কে আলোচনা করা হবে যা সাধারণ মানুষের জন্য উপযুক্ত। LIC-এর নতুন জীবন আনন্দ পলিসি (LIC New Jeevan Anand Policy) হল একটি নন-লিঙ্কড লাইফ এন্ডাওমেন্ট প্ল্যান যা গ্রাহককে দেবে সুরক্ষা ও সঞ্চয়ের একটি আকর্ষণীয় সমন্বয়। ইতিমধ্যেই দেশবাসীর আস্থা অর্জন করেছে এলআইসি নতুন জীবন আনন্দ প্ল্যান । এই পলিসের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো প্রিমিয়াম পেমেন্টের মেয়াদ শেষ হওয়ার পরেও পলিসিহোল্ডার সারাজীবন মৃত্যুর জন্য আর্থিক সুরক্ষার সুবিধা পাবেন।

এই পলিসির (New Jeevan Anand Policy) অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক হলো ফ্লেক্সিবল প্রিমিয়াম পেমেন্ট বিকল্পের সুবিধা। এখানে একজন পলিসি হোল্ডার দুই বছরের জন্য প্রিমিয়াম দেওয়ার পর পলিসি সারেন্ডার করতে পারেন। গ্রাহকদের কাছে এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় আর কিছুই হতে পারে না।

নতুন জীবন আনন্দ পলিসির (New Jeevan Anand Policy) গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো
  • • এলআইসির এই নতুন পলিসিটি হল একটি এনডাউমেন্ট পলিসি যা অতিরিক্ত বোনাসের সঙ্গে একটি নিশ্চিত তহবিল দিয়ে থাকে।
  • • এই পলিসিটি (New Jeevan Anand Policy) গ্রাহকদের মেয়াদপূর্তির সুবিধা দেওয়ার পরও পলিসি অ্যাক্টিভ থাকে।
  • • পলিসিহোল্ডারের মৃত্যুর ক্ষেত্রে, বিমা করা অর্থ নমিনির কাছে যায়।
এলআইসি নতুন জীবন আনন্দ পলিসির যোগ্যতা ও মেয়াদ
  • যেসব গ্রাহকেরা এলআইসির নতুন জীবন আনন্দ পলিসিটি করবে তার জন্য ন্যূনতম বয়স হল ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সের সীমা হল ৫০ বছর৷ যেসব গ্রাহকদের বয়স ১৮ বছরের নিচে এবং ৫০ বছরের উপরে তারা এই পলিসির জন্য প্রযোজ্য নয়। পলিসি হোল্ডারদের সর্বোচ্চ মেয়াদ পূর্তির বয়স হল ৭৫ বছর।
  • যে তথ্য পাওয়া যাচ্ছে সেটা অনুযায়ী, সর্বনিম্ন পলিসির মেয়াদ ১৫ বছর এবং সর্বোচ্চ পলিসির মেয়াদ ৩৫ বছর। এছাড়াও এলআইসির এই নতুন পলিসিতে বেসিক সাম অ্যাসিওরড হল ১, ০০, ০০০ টাকা এবং সর্বাধিক সাম অ্যাসিওর্ডের কোনও সীমা নেই।

আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে চান? এই ব্যাংক দিচ্ছে ৮.৭৫ শতাংশ হারে সুদ

কিভাবে এই পলিসিতে (New Jeevan Anand Policy) জমবে ২৫ লাখ টাকা?

ধরুন কোন গ্রাহক যদি ১৮ বছর বয়সী হয় এবং তিনি ৩৫ বছরের মেয়াদের জন্য ৫ লক্ষ টাকা সাম অ্যাসিওর্ড করে এই পলিসি নেন। তাহলে তার মাসিক বিনিয়োগ: প্রায় ১,১২০ টাকা হতে হবে।

  • বার্ষিক বিনিয়োগ: প্রায় ১৪৯৯৯ টাকা।
  • মোট প্রিমিয়াম: ৪৯৩৪২৬ টাকা
ম্যাচুরিটির ক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যাবে?
  • সাম অ্যাসিওর্ড: ৫ লক্ষ টাকা
  • সঞ্চিত বোনাসের পরিমাণ: ৮.৫৭৫লক্ষ টাকা
  • ফাইনাল অ্যাডিশনাল বোনাস: ১১.৫০ লক্ষ টাকা
  • মোট ম্যাচুরিটির পরিমাণ: ২৫ লক্ষ টাকা
  • পলিসিহোল্ডারের মৃত্যুর দুর্ভাগ্যজনক ঘটনায় LIC ডেথ বেনিফিটের ১২৫ শতাংশ দিয়ে থাকে।