Pakyong Airport: সিকিম যেতে আর নামতে হবে না শিলিগুড়িতে, পৌঁছাতে বাছতে হবে এই পথ

Get off at Pakyong Airport and reach Sikkim directly: সামনেই আসন্ন তীব্র গ্রীষ্মকাল, আর এই গরমের হাত থেকে বাঁচতে পাহাড়মুখী হবে বহু পর্যটক। যদি আপনার গন্তব্যস্থল হয় সিকিম তাহলে আর কষ্ট করে নামতে হবে না শিলিগুড়ি; খুব সহজেই একেবারে পৌঁছে যেতে পারবেন সিকিমে। টানা ছয় মাস বন্ধ থাকার পর ফের ৩১ শে মার্চ থেকে চালু হচ্ছে সিকিমের বিমানবন্দর পাকিয়ং (Pakyong Airport)। সিনিয়র একজন আধিকারিক এমনটাই বক্তব্য পেশ করেছেন। সস্তার ক্যারিয়ার স্পাইসজেট দুটি ফ্লাইট চালাবে। একটি কলকাতা থেকে এবং আরেকটি নয়াদিল্লি থেকে। ফলে শিলিগুড়ি বা বাগডোগরায় নেমে ফের গাড়ি ধরে কয়েক ঘন্টা সফর করে আপনি পৌঁছে দিতে পারবেন সিকিম এবং তারপর আপনার পছন্দমত ডেস্টিনেশন।

সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বাজেট এয়ারলাইন্টিস কলকাতা এবং পাকিংয়ংয়ের (Pakyong Airport) মধ্যে দৈনিক ফ্লাইট পরিচালনা করবে। এই বিমানবন্দর থেকে বিমান চলাচল ৬ মাস আগে টেকনিক্যাল কারণে বন্ধ হয়ে গিয়েছিল। মার্চের শুরুতেই এই পরিষেবা শুরু হয়ে যেত কিন্তু কিছু অসুবিধার কারণে তা ফের চালু হচ্ছে ৩১ শে মার্চ থেকে। যাত্রী সুবিধার্থে চালু হচ্ছে এই পরিষেবা। এছাড়া পাশাপাশি স্পাইসজেট উভয় রুটে ৭৮-সিটের বিমান পরিচালনা করবে।

বিমানবন্দরের কিছু কাজ চলাকালীন এই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সেই কাজ শেষ হয়ে গেছে, তাই কলকাতা থেকে সিকিমের বিমান পরিষেবা আবারো খুলে দেওয়া হল। সিকিমের এই বিমানবন্দরটি যেখানে অবস্থিত সেখানে প্রায়ই আবহাওয়া কুয়াশা এবং মেয়েকে আচ্ছন্ন থাকে। যার ফলে ফ্লাইট অবতরণের সমস্যা তো লেগেই আছে। ২০১৮ সাল থেকে স্পাইস জেট এখানে বিমান চলাচল শুরু করলেও মাঝে মাঝেই তা বন্ধ হয়ে যেত। তার জন্য খারাপ আবহাওয়া একমাত্র দায়ী।

আরও পড়ুন 👉 Sikkim Railway Network: ট্রেনে চড়ে সিকিমের কতদূর পর্যন্ত যেতে পারবেন পর্যটকরা! কবে শেষ হবে কাজ

যাত্রীদের সুবিধার্থে ফ্লাইটগুলো কখন ছাড়া হবে তার একটি সময় দেওয়া হল। কলকাতা থেকে ফ্লাইট পরিষেবাগুলি সকাল ৮.০৫ এ যাত্রা করবে এবং ৯.৩৫-এ পাকিয়ং পৌঁছবে। সেখান থেকে সকাল ১০.৩০ টায় ছেড়ে কলকাতা পৌঁছাবে দুপুর ১২.১০ টায়। পাশাপাশি বিস্তারিতভাবে দিয়ে দেওয়া হলো নয়া দিল্লি থেকে কখন এই ফ্লাইট ছাড়বে তার সময়সূচি। নয়াদিল্লি থেকে ফ্লাইটটি সকাল ৯.৪৫ মিনিটে টেক অফ করবে এবং দুপুর ১২.৪০ মিনিটে সিকিমের বিমানবন্দরে অবতরণ করবে। আসার ফ্লাইটটি ১.১০ টায় টেক অফ করবে এবং ৪.১০ টায় নয়াদিল্লি পৌঁছবে। আসন্ন গ্রীষ্মের মরশুমের আগে এই পরিষেবা শুরু হয়ে যাওয়াতে পর্যটকদের থেকে বেশি খুশি আর কেউ হবে না। আশা করা যাচ্ছে পর্যটকদের ভিড় এবার উপচে পড়বে নর্থ বেঙ্গলের পাহাড় এবং সিকিমে।

সিকিম থেকে কলকাতা এবং দিল্লী যাওয়ার উড়ানের পরিষেবার চাহিদা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তার মধ্য থেকে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সত্যিই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আমজনতার মনে। খুব শিগগিরই অনলাইনে টিকিট ফেলে দেওয়া হবে এই ফ্লাইটের। গ্রীষ্মকালীন ছুটি এবং পুজোর ছুটিতে আশা করা যাচ্ছে পর্যটকরা নিরাশ হবে না। যোগাযোগ ব্যবস্থা যত সচল হবে ততই বাড়বে পর্যটকের সংখ্যা।