Sea Turtle: বিশালাকৃতির কচ্ছপ উদ্ধার সাগরে! তুলতে হিমশিম খেলেন স্থানীয়রা

Giant sea turtle rescued from the Sagar: নেট দুনিয়ায় প্রতিনিয়ত বহু অদ্ভুত জিনিস আমাদের চোখে পড়ে। যা দেখলে সত্যিই অবাক না হয়ে পারা যায় না। আসলে সোশ্যাল মিডিয়া হল এমন একটি প্ল্যাটফর্ম যার দ্বারা আমরা দেশ-বিদেশের কিংবা স্থানীয় এলাকার বহু অজানা খবরও চটজলদি দেখে নিতে পারি। সম্প্রতি একটি ভিডিও তোলপাড় শুরু করেছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম জুড়ে। ভিডিওটি দেখলে আপনিও কিন্তু আশ্চর্য না হয়ে পারবেন না। সম্প্রতি সমুদ্র তীরে দেখা গেল এক বিশালাকার প্রাণী (Sea Turtle) যা অবাক করে দিল সকলকে।

সমুদ্র তীরে ঘোরাঘুরির পর যখন সে ডাঙায় উঠে এসেছে তখন সে রীতিমতো ক্লান্ত। কিন্তু কি সেই অদ্ভুত প্রাণীটি যা অবাক করে দিয়েছে স্থানীয় এলাকার মানুষকে? এর আগে কখনো এরকম বিশাল আকৃতি প্রাণীর চোখে পড়েনি কারোরই। সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেই ছবি ভাইরাল হতে সময় নেয়নি একটুকুও। আসলে আপনারা হয়তো জানেন প্রাণীটির নাম হল অলিভ রিডলে সি টার্টেল (Sea Turtle) বা সাগর কাছিম।

সাধারণত সমুদ্রেই থাকে এই ধরনের বিশাল আকৃতি কচ্ছপ। এটি দেখার পর সাগর পাড়ে পর্যটকদের ভিড় স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। মনে করা হচ্ছে যে, কোনো কারণে কচ্ছপটি সমুদ্র থেকে চলে এসেছে সি বিচে। এমন বিশাল আকৃতি প্রাণী দেখলে মানুষের ভিড় জমতে বাধ্য। এই ধরনের চাঞ্চল্যকর ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গেছে গোটা সোশ্যাল মিডিয়াতে। এখন প্রশ্ন একটাই এটি কি ধরনের কচ্ছপ (Sea Turtle)?

আরও পড়ুন 👉 Jamunasul Beach: কলকাতা ৩ ঘন্টা দূর! দিঘা, পুরি ভুলে এবার ঘুরে আসুন এই লাল কাঁকড়ার দেশে

জানেন কি এই বিশাল কচ্ছপটির (Sea Turtle) ওজন কত এবং এর খোলস কত ফুট লম্বা? স্থানীয় এলাকাতে এই ধরনের কচ্ছপ সাধারণত চোখে পড়ে না। এরা সমুদ্রের গভীরে বাস করে এবং এদের পছন্দ হলো ইষদুষ্ণ জল। এদের গড় ওজন হয় ৪৬ কিলোগ্রাম আর পিঠের খোলসের দৈর্ঘ্য হয় ২.৫ ফুট। আজকের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এই প্রজাতির কচ্ছপ সম্পর্কে সামান্য কিছু বিবরণ। জানতে হলে অবশ্যই মন দিয়ে পড়ুন আজকে প্রতিবেদনটি।

এই ধরনের প্রজাতির কচ্ছপের প্রজননের সময় হলো সেপ্টেম্বর থেকে মার্চ মাস। ঠিক সেই সময় এই প্রজাতিরা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে জন্মস্থানে ফিরে আসে। আন্দাজ করা হচ্ছে এই কচ্ছপটি সেভাবেই হয়ত ফিরে এসেছে কপিলমুনির পাদদেশে। কিন্তু যখনই কচ্ছপটি ডাঙায় উঠেছে সেখানে থাকা পর্যটকরা কচ্ছপটিকে আবার জলে ফিরিয়ে দিয়েছে। এই ঘটনা দৃষ্টি আকর্ষণ করেছে অনেকেরই। এত বড় কচ্ছপ আগে কখনোই সেভাবে দেখা যায়নি তাই খবরের শিরোনামে আসাটা খুবই স্বাভাবিক।