‘আমরা করবো জয়’, সামনের সারির করোনা যোদ্ধাদের বিশেষ সম্মান প্রদান

হিমাদ্রি মন্ডল : দীর্ঘদিন ধরে বীরভূম গ্রিন জোন ভুক্ত থাকলেও এপ্রিল মাসের শেষের দিকে প্রথম করোনা সংক্রামিত রোগী ধরা পড়ে জেলায়। তারপর সংখ্যাটা ধীরে ধীরে বেড়ে দাঁড়ায় ৭-এ। তবে তারপর আপাতত আর নতুন করে কোনো সংক্রমণের খবর নেই বীরভূমে। আরও স্বস্তির খবর এটাই যে চিকিৎসার পর ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৬ জন। জেলায় বর্তমানে করোনা অ্যাক্টিভ ১।

আর এই দীর্ঘদিন ধরে গ্রিন জোন ভুক্ত থাকা, আর পরে সংক্রমণ ধরা পড়লেও আসতে আসতে সংক্রমণ থেকে মুক্তি পাওয়া ইত্যাদি এসকল সফলতা কাদের জন্য? সফলতা করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধাদের জন্য। এই প্রথম সারির যোদ্ধাদের তালিকায় রয়েছেন চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যোগান বজায় রাখা কর্মীরা। আর এই সকল প্রথম সারির যোদ্ধাদের মধ্যে বীরভূমের স্বাস্থ্য আধিকারিকের ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে শুক্রবার সম্বর্ধনা জানালো বীরভূম জেলা প্রশাসন।

এদিন বীরভূম জেলা পরিষদের কনফারেন্স হলে বীরভূম জেলার CMOH হিমাদ্রি আড়ি ও রামপুরহাট স্বাস্থ্য জেলার ডেপুটি CHOH সহ সংক্রামিত ব্লকগুলির BMOH দের হাতে ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট তুলে দিলেন বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং ও জেলা পরিষদের পরামর্শদাতা অভিজিৎ সিংহ।

পাশাপাশি যে সমস্ত করোনা সংক্রামিত রোগীরা সুস্থ হয়ে উঠেছেন তারা স্বাস্থ্যবিধি মেনে ১৪ দিনের হোম কোয়ারান্টিনে রয়েছেন। তাই তাদের পরিবারের হাতে বেশকিছু খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয় এদিন। যদিও হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য তাদেরকে জেলা পরিষদের কনফারেন্স হলে আনা হয়নি। স্বাস্থ্যকর্মীদের মাধ্যমেই তাদের বাড়িতে এই সাহায্য পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের পরামর্শদাতা অভিজিৎ সিংহ।