Darjeeling Trip: বসন্তের শুরুতেই একবার ঢু মেরে আসুন প্রকৃতির আশীর্বাদধন্য এই গ্রাম থেকে, মন জুড়িয়ে যাবে

Darjeeling Trip: শীত শেষ, সামনেই আসছে গা জ্বালানো গরম। তার আগে বসন্ত এসে দোড়গোড়ায় হাজির। আর মানেই দোল, রঙ্গের খেলা আর মনে প্রাণে ‘বাজলো ছুটির ঘন্টা। বাঙালী ছুটি মানেই বোঝে সমুদ্র আর পাহাড়। সমুদ্র বলতে দীঘা কিম্বা পুরী। অন্যদিকে সাধারণ মধ্যবিত্ত বাঙালির কাছে পাহাড় মানেই একটাই নাম দার্জিলিং। পুরী, দীঘার পরেই ছুটি কাটানোর জন্য বাঙালির শ্রেষ্ঠ পছন্দ হচ্ছে দার্জিলিং। তবে শীতের শেষে বরফ গলে সবুজের আগমনের প্রাক্কালে দার্জিলিং (Darjeeling Trip) এক অনন্য, অদ্ভুত রুপে ধরা দেয়।

দার্জিলিং প্রতি বছর সারা দেশ থেকে অগণিত দর্শকদের আকর্ষণ করে। এই স্বর্গীয় শহরটি মেট্রোর কোলাহল থেকে অনেক দূরে। প্রকৃতির কোলে আনন্দময় ভ্রমণের একটি নিখুঁত অবকাশের জন্য দার্জিলিংই (Darjeeling Trip) সেরা পছন্দ হবে। পারিবারিক ভ্রমণ হোক বা অভিযান বা হানিমুন, বাজেটের মধ্যে পাহাড় ছোঁওয়ার স্বপ্ন পূরণ করতে পারে দার্জিলিং। দার্জিলিং-এর কিছু জনপ্রিয় দর্শনীয় স্থান হল পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, ঘূম মনাস্ট্রি, জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, লয়েড বোটানিক্যাল গার্ডেন, হ্যাপি ভ্যালি টি এস্টেট এবং অন্যান্য।

আসলে শুধু দার্জিলিং নয়, উত্তরবঙ্গ মানেই পাহাড়-পর্বত এবং সবুজে ঘেরা প্রকৃতির আশীর্বাদ। বর্তমানে উত্তরবঙ্গের একটি ছোট্ট গ্রাম দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের মূল আকর্ষণ হয়ে উঠছে। যার নাম হল খয়রেনি বনবস্তি। দার্জিলিং ট্রিপ (Darjeeling Trip) তো অনেক হয়েছে এবার না হয় একটু নজর দেওয়া হোক এই খয়রেনি বন বস্তির দিকে। নিত্যদিনের ব্যস্ততা, যানজট, কল-কারখানার ধোঁয়া এ সমস্ত কিছু থেকে ছুটি পেতে একবার ঘুরে আসতেই হবে এই গ্রাম।

আরও পড়ুন: আসছে গরম, মন ফুরফুরে করতে বেরিয়ে আসুন রংবুল থেকে

তবে অনেকেই এই গ্রামের নাম প্রথম শুনেছেন। তাই মনে প্রশ্ন জাগতে পারে যে এই গ্রামে গেলে কোথায় খাওয়াদাওয়া করবেন, বা কোথায় গিয়ে থাকবেন! গ্রামটি ছোট হলেও পর্যটকদের মন কাড়তে সক্ষম হওয়ায় এই গ্রামের মধ্যেই তৈরি হয়েছে রেস্তোরাঁ এবং থাকার জন্য উপযুক্ত ব্যবস্থা রয়েছে। তাই আপনারা খুব সহজেই খাওয়াদাওয়া থেকে বাসস্থানের ব্যবস্থা করে এই গ্রাম পরিভ্রমণ করে দেখতে পারেন।

পুরো গ্রামটাই শুধুমাত্র পাহাড়-পর্বত এবং সবুজ ঘাসপালায় ঘেরা। নেই কোন শহুরে চিহ্ন। যার ফলে এই গ্রামে একবার ঢুকলে মন শান্ত হয়ে যাবে। গুলমা ফরেস্টের এই ছোট্ট এক টুকরো গ্রাম যেন মনে দাগ কেটে যায়। পাথুরে মহানন্দার তীরে শিলিগুড়ির উপকণ্ঠে গুলমা পশ্চিমবঙ্গের সবচেয়ে নিম্নমানের এবং অফবিট জায়গাগুলির মধ্যে একটি। পরিবারের সাথে কোয়ালিটি সময় উপভোগ করার জন্য একটি চমৎকার গন্তব্য।