Gold: বিদেশ থেকে সোনা কিনবেন ভাবছেন! শুল্ক ছাড়া কত গ্রাম আনতে পারবেন জানেন?

ভারতীয়রা বিদেশে পাড়ি দিলে ফেরার পথে খালি হাতে তারা ফেরে না। ব্যাগ বোঝাই করে সামগ্রী নিয়ে আসে এ দেশে। বিশেষত দুবাই গেলে তো আর কোনো কথাই নেই। দুবাইর সোনা খুবই জনপ্রিয়।

সোনা সঙ্গে নিয়ে বিমানে গন্তব্যে রওনা হওয়ার ক্ষেত্রে শুল্ক দফতরের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। নেপাল, ভুটান বা মায়ানমার ক্ষেত্রে রয়েছে অন্য নিয়ম।এই তিনটি দেশ ছাড়া অন্য কোনও দেশ থেকে ভারতে এলে কিছু পরিমাণ সোনা বা রুপোর উপর দিতে হবে না কোনও শুল্ক।

আরও পড়ুন :Plants to Get Rid of Rats: ইঁদুরের উপদ্রব কমাতে চান? এই পাঁচটি গাছ লাগালেই সমস্যার সমাধান!

শুল্ক দফতরের নিয়মে সোনা বা রুপো বলতে শুধু অলঙ্কার বোঝানো হয় না। পাকা সোনার বাটও এর মধ্যেই পড়ে। ভারতীয় ও বিদেশিদের ৫০ হাজার টাকা পর্যন্ত মূল্যবান ধাতু সঙ্গে নিয়ে বিমানে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে থাকে এই কেন্দ্রীয় সংস্থা। নেপাল, ভুটান এবং মায়ানমারের ক্ষেত্রে ১৫ হাজার টাকা মূল্যের মূল্যবান সামগ্রী নিয়ে দেশে ফিরতে পারবেন তারা।

জানেন কত গ্রাম শুল্ক মুক্ত সোনা বিদেশ থেকে বিমানে করে নিয়ে আসতে পারবেন? ভারতের কোনও পুরুষ নাগরিক এক বছরের বেশি সময় ধরে বিদেশে থাকলে ঘরে ফেরার সময়ে ২০ গ্রাম অবধি ওজন এর শুল্কমুক্ত গয়না নিয়ে ফিরতে পারবেন। তবে ওই অলঙ্কারের বাজারমূল্য ৫০ হাজার টাকার ওপরে হলে হবে না। তবেই শুল্কতে ছাড় মিলবে। মহিলাদের ক্ষেত্রে আবার অন্য নিয়ম। তাদের ৪০ গ্রাম সোনা গয়না নিয়ে দেশে ফেরার অনুমতি রয়েছে। সংশ্লিষ্ট অলঙ্কারের বাজারমূল্য এক লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।

তবে এর থেকে বেশি পরিমাণ সোনাও বিদেশ থেকে নিয়ে আসা সম্ভব তবে সে ক্ষেত্রে গুনতে হবে অতিরিক্ত শুল্ক।