চোখের পলকে লক্ষাধিক টাকার সোনার গহনা নিয়ে চম্পট দিলো দুষ্কৃতীরা

অমরনাথ দত্ত : কেউ কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে সোনার গয়না, নগদ সহ লক্ষাধিক সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সন্ধ্যাবেলায় বাজারের মাঝে এমন ঘটনা থ হয়ে দেখলেন পথচলতি মানুষেরা। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বোলপুর থানার অন্তর্গত নিচুপট্টি এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, ওই এলাকার এক সোনার দোকানের মালিক দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় তার দোকানের সামনে দাঁড়িয়ে থাকা মোটর বাইকের টুলবক্সে দোকানের সামগ্রী রেখে দোকান বন্ধ করেছিলেন। ঠিক সে সময় দুই জন দুষ্কৃতী অন্য এসে ডুবলিকেট চাবি দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে সোনার দোকানের মালিকের মোটরবাইকের টুল বক্স খুলে লক্ষাধিক টাকার ঐসকল সামগ্রী এবং নগদ নিয়ে চম্পট দেয়। ঘটনার পর এই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইন্দ্রাণী দাস জানিয়েছেন, “এক যুবক হেঁটে হেঁটে আসে এবং অন্য একজন মোটর বাইকে করে। তারপর হেঁটে আসা যুবক সোনার দোকানের মালিকের বাইকের টুল বক্স খুলে মোটর বাইকে চেপে চম্পট দেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।”

ঘটনার পরিপ্রেক্ষিতে ওই সোনার দোকানের মালিক বোলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে বাজারের মধ্যে এমন দুঃসাহসিক চুরির ঘটনা স্বাভাবিকভাবেই নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে বোলপুরের বাসিন্দাদের।