Government is planning to provide CSC Point facility from ration shops: ভারতবর্ষে এখনো বহু মানুষ রয়েছে যাদের দুবেলা অন্য জোগাড় করতে হিমশিম খেতে হয়। ভাতের আশায় প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাঁরা। এই ধরনের একান্তই দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে রেশন পরিষেবা চালু করা রয়েছে। সারা ভারত বর্ষ জুড়ে প্রায় প্রতিটা এলাকায় সরকারের পক্ষ থেকে রেশন দেবার চল রয়েছে। রেশন হিসেবে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, আটা ইত্যাদি প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। সাধারণের সুবিদার্থে এবার চালু করা হবে সিএসসি পয়েন্ট (CSC Point)।
রেশন সংগ্রহ করার জন্য রেশন কার্ডের ব্যবস্থাও রয়েছে সারা ভারত জুড়ে। এই কার্ড বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। সেই ভাগ অনুযায়ী সরকারের পক্ষ থেকে রেশন দেওয়া হয় সাধারণ মানুষকে। রেশনে দেওয়া খাদ্যদ্রব্যগুলির মধ্যে কোনটি একেবারে বিনামূল্যে দেওয়া হয় সাধারণ মানুষকে। আবার কোনটির জন্য ধার্য করা হয় ন্যূনতম অর্থ। লকডাউনের সময় রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে খাদ্যদ্রব্য দেওয়ার প্রচলন করেছিল সরকার। কিন্তু সরকারের সেই প্রক্রিয়া এখনো চালু রয়েছে সর্বত্র।
সম্প্রতি সরকারের পক্ষ থেকে রেশন ব্যবস্থা নিয়ে একটি বড় ঘোষণা করা হয়েছে। জানা গেছে রেশন দোকানগুলিকে কমন সার্ভিস সেন্টারে (CSC Point) পরিণত করার চেষ্টা করছে সরকার। ইতিমধ্যে উত্তরপ্রদেশের সমস্ত রেশন দোকানে এই নতুন প্রকল্প চালু করার প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। এই নতুন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০২৩ সাল থেকেই, কিন্তু এখনো পর্যন্ত এই পরিষেবা সাধারণ মানুষের জন্য চালু করে উঠতে পারেনি সরকার।
আরও পড়ুন ? Ration Food Grain: ৫ কেজি, এবার মিলবে ১০ কেজি ফ্রি রেশন! মিলল বড় প্রতিশ্রুতি
রেশন দোকানগুলি কমন সার্ভিস সেন্টারে (CSC Point) পরিণত হলে সবথেকে বেশি উপকৃত হবেন গ্রামবাসীরা। সিএসসি পয়েন্ট চালু হলে সেখানে শুধুমাত্র খাদ্যদ্রব্য নয়, পাওয়া যাবে বিভিন্ন তথ্য সংক্রান্ত সুবিধাও। অর্থাৎ কোন কাজ করার জন্য গ্রাম থেকে আর শহরে আসতে হবে না কাউকে। নিজের বাড়ির পাশে বসেই শহরে এসে কাজ করার সুবিধা কিছুটা হলেও উপভোগ করতে পারবেন গ্রামবাসীরা। এছাড়া এই প্রকল্প চালু হলে উপকৃত হবেন রেশন ডিলাররা, প্রতীকুইন্টাল খাদ্যপ্রবে কুড়ি টাকা করে বেশি কমিশন পাবেন তারা।
নতুন সিএসসি সেন্টার (CSC Point) গুলিতে একাধিক সরকারি কর্মচারী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে বেকারত্বের সংখ্যা একটু হলেও ঘুচতে পারে। ২০০৯ সালে কমন সার্ভিস সেন্টার শুরু করা হয়েছিল, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সিএসপি পয়েন্টগুলি থেকে একাধিক সুযোগ-সুবিধা পেয়ে থাকেন সাধারণ মানুষ। তার মধ্যে অন্যতম, উল্লেখযোগ্য সুবিধা হলো প্যান কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট এর মত গুরুত্বপূর্ণ নথি তৈরি করা।