DA নিয়ে টালবাহানা! তবে তার মাঝেই সরকারি কর্মচারীদের নতুন সুখবর দিল রাজ্য

বকেয়া ডিএ-র (DA) দাবিতে এখনো আন্দোলন জারি রেখেছেন রাজ্য সরকারি কর্মচারীদের (State Government employees) একাংশ। আর এরই মধ্যে সুখবর নিয়ে এলো রাজ্য। রাজ্য সরকার জানিয়েছে যে, শীঘ্রই সরকারি কর্মচারীদের (State Government employees) একাধিক ভাতা-সহ পেনশন বৃদ্ধি পেতে চলেছে। গত সোমবার রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা এমন কথাই বলেছেন সকলের সামনে।

অনশন উঠলেও আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে নবান্ন থেকে এল সুখবর। বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের (State Government employees) একাধিক ভাতা সহ পেনশন। নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী অর্থবর্ষ থেকে অ্যাড হক বোনাস বাবদ রাজ্য সরকারি কর্মচারীরা সর্বোচ্চ ৫৩ হাজার টাকা পাবেন। উৎসব ভাতা ১৪ হাজার থেকে বেড়ে হল সর্বোচ্চ ১৬ হাজার টাকা।

তাছাড়া, এক্সগ্রাসিয়া স্বরূপ রাজ্য সরকারি কর্মীরা সর্বোচ্চ পাবেন ২ হাজার ৯০০ টাকা। এতদিন যা ছিল ২ হাজার ৭০০ টাকা। পেনশন সর্বাধিক ৩২ হাজার থেকে বেড়ে হল ৩৩ হাজার টাকা। ডিএ আন্দোলনের মাঝেই নবান্নের এই ঘোষণায় খুশি হয়েছেন সরকারি কর্মচারীরা। সেই সঙ্গে স্বস্তি মিলেছে বর্তমান অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদেরও।

বহুদিন ধরেই ডিএ-র (DA) দাবিতে আন্দোলন শুরু করেছিল কর্মীরা। তাদের মধ্যে অনশনও শুরু করেছিলেন রাজ্যের একাধিক সরকারি কর্মচারী। কিন্তু এর পরও মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে বদল হয়নি কোনো। তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছিলেন, তার মুন্ডু কেটে নিলেও, এর বেশি ডিএ দিতে পারবেন না। আর এই ঘটনার পরই আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারীরা।

দীর্ঘদিন অনশনের ফলে একের পর এক আন্দোলনকারী অসুস্থ হয়ে পরেন। তবু সরকারের কোনো হেলদোল হয় না। তাই অনশন প্রত্যাহার করেন তাঁরা। এরপর নবান্নের সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করে রাজ্য। আর এই ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই মনে করছে এই রাজ্যের রাজনৈতিক মহল।