হিরে, লাখ লাখ টাকা, তাতেও খুশি নয় পাত্র, আরও দাবী করতেই গণধোলাই

নিজস্ব প্রতিবেদন : যতই থাকুক তার পরেও মানুষের স্বভাব হচ্ছে ‘আরও চাই, আরও চাই’। সেই ঘটনায় এবার ধরা পড়ল একটি বিয়ের আসরে। দাবি-দাওয়া মতো যথেষ্ট পণ পেলেও বিয়ের আসরে পাত্রের আবদার ‘আরও চাই’। আর এই ঘটনার পরেই মেজাজ হারিয়ে কনের বাড়ির লোকজন গণধোলাই দিল পাত্রকে। পুরো ঘটনাটি ধরা পড়েছে ভিডিওয়।

পণের দাবি নিয়ে এমন ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের শাহিবাবাদ এলাকায়। যেখানে দেখা যাচ্ছে উচ্চবিত্তের এক বাড়ির বিয়ের আসরে এমন ঘটনা ঘটে। ঘটনার পর ভীতসন্ত্রস্ত পাত্রকে জড়িয়ে ধরে রয়েছেন এক মহিলা। মনে করা হচ্ছে ওই মহিলা পাত্রের কোন আত্মীয়। তবে এরপরেও টানা হেঁচড়া চলে পাত্রকে নিয়ে।

পাত্রীপক্ষের অভিযোগ, বিয়ের জন্য ১০ লক্ষ টাকা দাবি করেছিল পাত্রপক্ষ। দাবিমতো পাত্রীপক্ষ তিন লক্ষ টাকা এবং হীরের গয়না দেন। কিন্তু তাতেও রাজি হয়নি পাত্রপক্ষ। বাকি সাত লক্ষ টাকা না দেওয়া হলে বিয়ে হবে না বলে হুমকি দেয় পাত্রপক্ষ। এমনকি বিয়ের মন্ডপে বসেই এই হুমকি দিতে থাকেন পাত্র এবং পাত্রপক্ষ। পাত্র পক্ষের এমন হুমকিতে ক্ষিপ্ত হয়ে ওঠেন পাত্রীপক্ষ। তারপরেই এই ঘটনা ঘটে।

সমাজে এখনো এই যে দেনা পাওনার বিষয়টি রয়ে গেছে তা যেন এই ঘটনা জ্বলন্ত উদাহরণ হিসেবে উঠে এসেছে। বারংবার সরকারিভাবে প্রচার চালানো সত্ত্বেও এই বিয়েতে দেনা পাওনার বিষয়ে লাগাম টানা যাচ্ছে না, এরও প্রমাণ দেয় এই ঘটনা। এই বিষয়ে বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি করেছেন, প্রচারের মধ্য দিয়ে সমাজের চোখ কিছুটা খুললেও মানুষকেই সচেষ্ট হতে হবে এই সকল প্রাচীন রীতিনীতিকে ভাঙার জন্য।

অন্যদিকে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর পাত্রীপক্ষের এমন প্রতিবাদী মনোভাবের প্রশংসা জানিয়েছেন অনেকেই। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, বিয়ের জন্য পণের দাবি যখন করা হচ্ছিল তখন প্রথম থেকেই কেন প্রতিবাদ করা হলো না?