ফিক্সড ডিপোজিটে মিলবে বাড়তি টাকা, সুদের হার বাড়ালো জনপ্রিয় এই ব্যাঙ্ক

নিজস্ব প্রতিবেদন : দেশে ক্রমাগত মুদ্রাস্ফীতি বেড়ে চলার পরিপ্রেক্ষিতে সেই মুদ্রাস্ফীতিতে লাগাম টানার জন্য কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। একাধিকবার রেপো রেট বৃদ্ধি করার পর এখন দাঁড়িয়েছে ৫.৯০ শতাংশ।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একাধিক বার এই রেপো রেট বৃদ্ধি করার ফলে দেশের বিভিন্ন ব্যাংকের তরফ থেকে লোন এবং ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার পরিবর্তন করেছে। সেই রকমই এবার দেশের জনপ্রিয় একটি বেসরকারি ব্যাংক এইচডিএফসি ব্যাংক তাদের গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার পরিবর্তন করল। ২ কোটি টাকার নিচে ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সুদের হার বৃদ্ধি করা হয়েছে প্রবীণ নাগরিকদের জন্য।

২৬ অক্টোবর থেকে কার্যকর হওয়া নতুন সুদের হারের পরিপ্রেক্ষিতে এখন প্রবীণ নাগরিকরা ৭ থেকে ১৪ দিনের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদ পাবেন ৩ শতাংশ। ১৫ থেকে ২৯ দিনের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদ পাবেন ৩ শতাংশ। ৩০ থেকে ৪৫ দিনের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদ পাবেন ৩.৫ শতাংশ। ৪৬ থেকে ৬০ দিনের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদ পাবেন ৪ শতাংশ।

৬১ থেকে ৮৯ দিনের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদ পাবেন ৪.৫ শতাংশ। ৬ মাসের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদ পাবেন ৪.৫ শতাংশ। ৬ মাস ১ দিন থেকে ৯ মাস পর্যন্ত সুদ পাওয়া যাবে ৫.২৫ শতাংশ। ৯ মাস ১ দিন থেকে ১ বছরের কম পর্যন্ত সুদ পাওয়া যাবে ৫.৫০ শতাংশ।

১ বছর থেকে ১৫ মাস পর্যন্ত সুদ পাওয়া যাবে ৬.১০ শতাংশ। ১৫ মাস থেকে ২ বছর পর্যন্ত সুদ পাওয়া যাবে ৬.১৫ শতাংশ। ২ বছর ১ দিন থেকে ৫ বছর পর্যন্ত সুদ পাওয়া যাবে ৬.২৫ শতাংশ। ৫ বছর ১ দিন থেকে ১০ বছর পর্যন্ত সুদ পাওয়া যাবে ৬.২০ শতাংশ।