তাপপ্রবাহের সতর্কতা বীরভূমে

গত সপ্তাহে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূমে টানা বৃষ্টির পর রবিবার থেকে শুরু হয়েছে গুমোট গরম। যে গুমোট গরমে রীতিমতো নাজেহাল অবস্থা জেলার বাসিন্দাদের। আংশিক মেঘলা আকাশ এবং আদ্রতার পরিমাণ অনেক বেশি থাকার কারণেই এমন পরিস্থিতি।

মঙ্গলবার শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর আবহাওয়া সংক্রান্ত যে পূর্বাভাস দিয়েছে তাতে, জেলায় কোন কোন অংশে আংশিক মেঘলা আকাশ থাকলেও ঝড়-বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই। গতকাল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ফের জালি পেট্রোল পাম্পের হদিস! সিল করল দুবরাজপুর থানার পুলিশ

তবে মঙ্গলবার সেই সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। আর এরই সঙ্গে সঙ্গে তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত অর্থাৎ টানা তিন দিন বীরভূমে তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে।