শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, কোথায় কত পরিমাণ বৃষ্টি, জানালো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে শনিবার থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির এই রেস চলবে মঙ্গলবার পর্যন্ত বলেই মনে করা হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে।

হাওয়া অফিসের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, ১০ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলবে। সবচেয়ে বেশি বৃষ্টির দেখা মিলবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া এই সকল জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে আগামী কয়েক ঘন্টায়।

রবিবার ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এই সকল জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার দিকে তাকিয়ে কমলা সর্তকতা জারি করা হয়েছে।

রবিবার ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এই সকল জেলাগুলির ক্ষেত্রে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

সোমবার কমলা সর্তকতা জারি রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জন্য। এই সকল জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

সোমবার ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে হলুদ সর্তকতা জারি করা হয়েছে কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়ায়।

মঙ্গলবার ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।