বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, এই দিন থেকে ফের বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হওয়ায় নিম্নচাপের প্রভাবে টানা চার থেকে পাঁচ দিন বৃষ্টির মুখ দেখেছে দক্ষিণবঙ্গ। পুজোর আগে এই বৃষ্টি ব্যবসায়ীদের কাছে শিরে সংক্রান্তি হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও ফের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আগামীকাল অর্থাৎ রবিবার বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে জানা যাচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সেই ঘূর্ণাবর্ত পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার নিম্নচাপে পরিণত হতে পারে। এই ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে তার প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।

আগামী মঙ্গলবার এই নিম্নচাপ তৈরি হলে উপকূলবর্তী এলাকার জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি অন্যান্য কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে উত্তরপ্রদেশের মধ্যভাগে। সুস্পষ্ট এই নিম্নচাপের কেন্দ্র থেকে পাটনা, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।

রবিবার উত্তর মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্ত তৈরি হলে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ তৈরি হলে তার সম্ভাব্য অভিমুখ কোন দিকে হবে? এই বিষয়ে জানিয়েছেন আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

তিনি জানিয়েছেন, এই নিম্নচাপ তৈরি হলে আপাতত যা জানা যাচ্ছে তাতে তার অভিমুখ হতে পারে ওড়িশা উপকূলের দিকে। নিম্নচাপ যত এগিয়ে যাবে ততই পশ্চিমবঙ্গ উপকূলের উপর তার প্রভাব পড়তে শুরু করবে। মঙ্গলবার বৃষ্টি বাড়বে এবং ওই দিন দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘে ঢাকা থাকবে। যে কারণে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।