রাজ্যের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস হওয়া অফিসের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জন্য। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি সোমবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতের সর্তকতাও জারি করা হয়েছে।

Advertisements

Advertisements

গতকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হয়। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বেশ কয়েকটি জেলায় বজ্রপাতে মৃত্যু হয় মোট ৬ জনের। যাদের মধ্যে ২ জন বীরভূম জেলার এবং বাকি ৪ জন ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদের। এছাড়াও গতকাল বজ্রবিদ্যুতের কারণে আহত হয়েছেন মোট ১৩ জন। যে কারণে অফিসের আগাম পূর্বাভাস অনুযায়ী সর্তকতা অবলম্বন করে চলতে হবে।

Advertisements

মৌসুমী বায়ুর অক্ষরেখার পূর্বাংশ বর্তমানে হিমালয়ের কাছাকাছি আসছে। আর হিমালয়ের কাছাকাছি মৌসুমী বায়ুর অক্ষরেখার পূর্বাংশ আসার কারণে উত্তরবঙ্গ ও সিকিম জুড়ে মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে দখিনা বাতাস দক্ষিণ-পশ্চিম বাতাসে ভর করে বিপুল পরিমাণ জলীয়বাষ্প নিয়ে হাজির হয়েছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আর এর ফলেই আগামী তিন চারদিন উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে সোমবার থেকেই অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisements