লাল্টু: কলেজের সংসদ রুমে তালা ঝুলিয়ে দিলেন খোদ অধ্যক্ষ! কলেজের সংসদ রুমে তালা ঝুলিয়ে দেওয়ার এমন সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। তাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই সংসদ রুমে তালা ঝোলানো হয়।
কলেজ কর্তৃপক্ষের সংসদ রুমে এমন তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে। সংসদ রুমে তালা ঝোলানোর বিষয়ে সরকারি কোন নির্দেশিকা এখনও পর্যন্ত না এলেও হাইকোর্টের রায়কে মান্যতা দিতেই এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের প্রেসিডেন্টের নির্দেশ মতোই সংসদ রুমে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত কলেজে বহিরাগতদের দাপাদাপি ঠেকানোর জন্য। সংসদ রুমে তালা ঝোলানোর পাশাপাশি কলেজের যে মূল গেট রয়েছে সেখানেও নোটিশ দেওয়া হয়েছে, বহিরাগত কারো কলেজে প্রবেশ নিষেধ। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজ অধ্যক্ষ ডক্টর গৌতম চট্টোপাধ্যায় কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক।