৪ নম্বরের জন্য মাধ্যমিকে র‍্যাঙ্ক না পাওয়া নাজফার করে দেখাল উচ্চমাধ্যমিকে

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয় বুধবার। ফলাফল প্রকাশ হতেই দেখা যায় এবার প্রথম দশে জায়গা করে নিয়েছে ৭২ জন। আর এই ৭২ জনের মধ্যেই রয়েছে বীরভূমের বেশ কয়েকজন পরীক্ষার্থীর নাম। যাদের মধ্যে একজন নাজফার রহমান। নাজফার রহমান এবার উচ্চমাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে।

নাজফার রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যাভবনের ছাত্র। সে শান্তিপারা এলাকার বাসিন্দা। নাজফার যেই স্কুলে পড়াশোনা করে অর্থাৎ জিতেন্দ্র লাল বিদ্যাভবনের ইংরেজি শিক্ষক কাজী লুৎফার রহমান নাজফারের বাবা। পরীক্ষায় ছেলের এমন ফলাফলে তিনি খুবই খুশি।

উচ্চমাধ্যমিকে ৪৮৯ নম্বর পেয়ে নাজফার নবম স্থান অধিকার করেছে। তার এমন ফলাফল তাকে আনন্দে আত্মহারা করে তুলেছে।