কথায় বলে ইচ্ছাশক্তি ও পরিশ্রমের জোরে মানুষ আকাশ ছোঁয়ারও ক্ষমতা রাখে। আর এবার এই কথাকেই সত্যি প্রমাণ করে আকাশ ছোঁয়ার পথে পাড়ি দিচ্ছে দশম শ্রেণির ছাত্র হিমগ্ন ঘোষ। চোখে হাজারো স্বপ্ন নিয়ে তারকেশ্বর থেকে শ্রীহরিকোটার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এই ছোট পড়ুয়া। আগামী কয়েক দিন ওই পড়ুয়া মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোতেই জীবনযাপন করবে। মহাকাশ গবেষণার নানান বিষয়ে বিস্তর চর্চা করবে এই পড়ুয়া। এই নতুন খবর ছড়িয়ে পড়তেই তারকেশ্বরের হরিপাল এলাকায় রীতিমত হৈচৈ শুরু হয়েছে।
জানা গিয়েছে, ছোট বয়স থেকেই মহাকাশ বিজ্ঞান ও গবেষণা সংক্রান্ত বিষয়ে জ্ঞান অর্জন করার প্রবল আগ্রহ রয়েছে হিমগ্নর মধ্যে। মহাকাশ বিজ্ঞানের যাবতীয় খবর তার নখো দর্পণে কারণ প্রত্যেকটি বিষয় সম্পর্কে সে মন দিয়ে খুঁটিনাটি পড়াশোনা করে। শ্রীহরিকোটায় গিয়ে হাতেকলমে কাজ শেখার ইচ্ছা ছিল তার বহুদিনের। আর সেই সুযোগই হাতছানি দিচ্ছে হিমগ্নর জন্য। জানা গিয়েছে, শ্রীহরিকোটার ইসরোর দপ্তর তরফে মহাকাশ প্রযুক্তি ও রকেট বিজ্ঞানের উপর দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সম্প্রতি সেখান থেকেই ডাক পেয়েছে হিমগ্ন।
আরও পড়ুন: Jan Ahaar: ১০০ বা ১৫০ নয়, মাত্র ১৫ টাকায় মিলবে পেট ভরা খাবার! শিয়ালদহ স্টেশনে চোখ ধাঁধানো ব্যবস্থা
উল্লেখ্য, শ্রীহরিকোটায় ইসরোর দপ্তরের তরফে দেশের নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের কথা মাথায় রেখে মহাকাশ গবেষণা নিয়ে প্রশিক্ষণ শিবির আয়োজন করতে চলেছে তারা। এই বছরেই দেশের নানান জায়গা থেকে ছাত্র ছাত্রীদের সেখানে ডেকে পাঠানো হচ্ছে। এই বছর মোট ৩৫০ জন পড়ুয়া শ্রীহরিকোটায় যাবে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ থেকে মোট ১০ জন পড়ুয়াকে ডাকা হয়েছে। তারকেশ্বরের বাসিন্দা দশম শ্রেণির হিমগ্ন তাদের মধ্যেই একজন।
তারকেশ্বরের হরিপালের ১০ নম্বর ওয়ার্ডে বাস করে হিমগ্ন। হরিপালের বুকেই স্থানীয় একটি ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্র সে। অত্যন্ত মেধাবী ও কৃতি ছাত্র হিসেবেই সে স্কুল ও এলাকায় পরিচিত। ছোট বয়স থেকেই মহাকাশ বিজ্ঞানের উপর তার অসম্ভব আগ্রহ তার। দিন যত এগোচ্ছে সেই আগ্রহ যেন দ্বিগুণ হচ্ছে। স্বাভাবিকভাবেই ছেলেকে নিয়ে গর্বে বুক ফুলে উঠেছে বাবা-মার। জানা গিয়েছে, আগামী ১৬ মে হরিপাল থেকে ইসরোর পথে পাড়ি দেবে হিমগ্ন।