বাংলা যোগ থাকবেই! ঠিক মিলল অস্কার জয়ী গান ‘নাটু নাটু’-তেও

‘নাটু নাটু’ গানটির অস্কার (oscar) পাবার প্রবল সম্ভাবনা প্রথম থেকেই ছিল। এবার তা বাস্তবে রূপ নিল। ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (academy awards) এসএস রাজামৌলীর (SS Rajamouli) আরআরআর (RRR) সিনেমা তার নিজের ছাপ রেখেই গেল। এই সিনেমার গান ‘নাটু নাটু’ (naatu naatu) সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জয় করে নিল। আর সেই খুশিতে উচ্ছ্বসিত বাঙালী মেয়ে রিয়া। কারণ সেই লিখেছে এই গানের হিন্দি লিরিক্স।

বর্তমানে এই ঐতিহাসিক জয়ের কারণে গোটা ভারত (India) গর্ব অনুভব করছে। আরআরআর-এর এই ‘নাটু নাটু’ গান মুক্তির পর থেকেই দারুণ ভাবে হিট হয়। এর আগেও এই গান গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জয় করেছে আর এখন অস্কার জয়, সব মিলিয়ে আরআরআর (RRR) এখন সফলতার তুঙ্গে রয়েছে। তেলেগু গানের পাশাপাশি হিন্দি ভার্সনটিও সমান ভাবে জনপ্রিয় হয়। গত বছর প্রায় সকলেই এই গানের তালে পা মিলিয়েছেন সর্বত্র।

এই গানের তেলুগু ভার্সনটি লিখেছিলেন চন্দ্র বোস। আর হিন্দি ‘নাচো নাচো’র রচয়িতা (hindi lyricist) রিয়া মুখোপাধ্যায় (Riya Mukhopadhyay) নামের এক বাঙালী কন্যার। সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে রিয়া ‘আরআরআর’ (RRR) এর এই জয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

যদিও অস্কারের মঞ্চে উপস্থিত ছিলেন না রিয়া। তবে মুম্বইয়ে বসেই উচ্ছ্বাস ঝরে পড়ছিল তাঁর গলায়। তিনি বলেন, এটা একটা অসামান্য জয়। তারপর রিয়া শুভেচ্ছা জানিয়েছেন সুরকার কীরাবাণী স্যরকে, চন্দ্র বোসকে যিনি তেলুগু লিরিক্সটা লিখেছেন। তিনি জানান, ওদের দুজনের পুরস্কার গ্রহণ দেখে আনন্দিত হয়ে ওঠে রিয়া।

রিয়া আরও বলেন, কীরাবাণী স্যর ভীষণ ভাল একজন মানুষ। উনি ভীষণ ভালো গান গেয়েছেন। আর লিরিসিস্ট চন্দ্র বোসও অনবদ্য। আর নাটু নাটুর হুকস্টেপ তো সারা ভারতে জনপ্রিয়। এরপর রিয়া বলেন, ইতিমধ্যেই তিনি কীরাবানী স্যরকে মেসেজ করেছেন। আর সে এখন অপেক্ষায় আছে সকলের দেশে ফেরার।

প্রসঙ্গত উল্লেখ্য, এই গানের নেপথ্যে যিনি সুর দিয়েছেন সেই এম এম কীরাবানী অস্কারের মঞ্চে গান গাইতে গাইতে নিজের বক্তব্য সকলের সামনে তুলে ধরেন। তিনি প্রথমেই সকলকে ধন্যবাদ জানান। কীরাবানী তাঁর এই গানকে অস্কারের মঞ্চ পর্যন্ত নিয়ে আসার জন্য সকলের কাছে তিনি কৃতজ্ঞ বলে জানিয়েছেন। তিনি যখন কথা বলছিলেন তখন তাঁর চোখে-মুখে আনন্দ ঝরে পড়ছিল। শুধু তাই নয়, অস্কারের মঞ্চে গায়ক কাল ভৈরব ও হালু সিপলিগঞ্জ ‘নাটু নাটু’ গানে লাইভ পারফরমেন্স করেন। এ বছরের অস্কার ইভেন্ট হয় আমেরিকার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে।