দুবরাজপুরে মহাসমারোহে আয়োজিত হলো হিন্দু সম্মেলন

​দুবরাজপুর নগর হিন্দু সমাজের উদ্যোগে মাদৃক সংঘ ময়দানে অত্যন্ত ভক্তি ও উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত হল হিন্দু সম্মেলন। এই সম্মেলনে কয়েক হাজার ভক্ত ও অনুরাগী অংশগ্রহন করেন।



আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো সনাতন ধর্মের আদর্শ প্রচার করা, সামাজিক সংহতি বৃদ্ধি করা এবং যুব সমাজের মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ জাগিয়ে তোলা। সম্মেলনে উপস্থিত বক্তারা স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। ​এই ধর্মীয় সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন মঠ ও মিশনের সাধু-সন্তরা। এছাড়াও স্থানীয় বিশিষ্ট সমাজসেবী ও বহু গণ্যমান্য ব্যক্তি এই সম্মেলনে যোগ দেন। বক্তারা তাঁদের ভাষণে জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের সেবায় নিয়োজিত হওয়ার পরামর্শ দেন।