লাল্টু: রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূমেও দিন কয়েক ধরে তুমুল বৃষ্টির দেখা মিলেছে। আর এই বৃষ্টির কারণে পুকুর নদনদী থেকে শুরু করে বিভিন্ন জলাধারে জলের পরিমাণ অনেকটাই বেড়েছে। আর এই জল বৃদ্ধি পাওয়ার ফলে এবার কজওয়ের উপর দিয়ে জল বইতে শুরু করল।
হিংলো জলাধারে জলের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে বৃহস্পতিবার রাতে হিংলো জলাধারের দুটি গেট খোলা হয়। ওই দুটি জলাধার থেকে পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এই বিপুল পরিমাণ জল ছাড়ার কারণেই খয়রাশোল ব্লকের পানসিউরি ও কেন্দ্রগড়িয়া রাস্তায় হিংলো নদীর উপর যে কজওয়ে রয়েছে, তার উপর দিয়ে জল বইতে শুরু করে।
এই রাস্তাটি এলাকার গুরুত্বপূর্ণ একটি রাস্তা হওয়ার কারণে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করে থাকেন। বৃহস্পতিবার রাতে জলাধার থেকে জল ছাড়ার পর শুক্রবার যখন ওই রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত করতে যাচ্ছেন তখন দেখতে পান কজওয়ের উপর দিয়ে জল বইছে। আর কজওয়ের উপর দিয়ে জল বইলেও রীতিমতো ঝুঁকি নিয়েই পারাপার করতে দেখা যাচ্ছে এলাকার বাসিন্দাদের। কেউ কেউ এই জলের মধ্যেই সাইকেল, আবার কেউ কেউ মোটরবাইক নিয়েই কজওয়ে পারাপার করছেন।
এখানেই শেষ নয়, এর পাশাপাশি দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বেলসাড়া গ্রাম ও মেজে গ্রামের মাঝে থাকা শাল নদীর কজওয়ের উপর দিয়েও বইছে জল। কজওয়ের উপর জল থাকলেও সাধারণ মানুষ ওই জল পেরিয়েই যাতায়াত করছেন। বেশ কয়েকটা গ্রামের মানুষ এই কজওয়ের উপর দিয়ে যাতায়াত করে থাকেন।