কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসবের একটা গন্ধ পেলেই আনন্দে মেতে ওঠে সকলে। সামনেই দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা মানেই রংয়ের উৎসব। ঘরে ঘরে পুজোর মন্ত্র উচ্চারিত হয় দোল পূর্ণিমার সকালে। রংয়ের গন্ধে ভরে ওঠে আঙিনা।
তবে শুধু বাঙালি নয়। দোলের পরের দিন হোলিতে মেতে ওঠেন গোটা দেশবাসী। ছোট থেকে বড় সকলেই এই রঙিন উৎসবে সামিল হন। তবে ছোট বাচ্চাদের মধ্যে স্বাভাবিকভাবেই উৎসাহ বেশি দেখা যায় এই দিন দুটি ঘিরে।
আরও পড়ুন : Ration Card: কৃষকদের চিন্তা বাড়াতে পারে রেশন কার্ডের নতুন নিয়ম! জুড়তে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
এই দিনটি সম্পর্কে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, হিন্দুধর্ম মতে দোল পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দোলযাত্রা উৎসবকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণ ও রাধারানীর ঐশ্বরিক প্রেমলীলার উদযাপন করা হয়। এই মাসেই উদযাপন করা হবে এই দিন দুটি। তবে একটা প্রশ্ন অনেকের মনে ঘোরা ফেরা করছে তা হল, এবছর কবে পালিত হবে দোল আর কবেই বা পালিত হবে হোলি? সঠিক তারিখটা কী জানেন?
এবছর রঙের উৎসব পালিত হবে আগামী ১৪ মার্চ। পূর্ণিমা তিথি শুরু হবে ১৩ মার্চ সকাল ১০.৩৫ মিনিট থেকে। আর তা শেষ হবে ১৪ মার্চ ১২.২৩ মিনিটে। এবছর হোলি মোট দু’দিন ধরে উদযাপিত হবে। প্রথম দিন হোলিকা দহন হয় যা ন্যাড়া পোড়া নামেও পরিচিত। যা এবার হবে আগামী ১৩ মার্চ। আর দ্বিতীয় দিন রঙ খেলা হয়। যাকে বেশিরভাগ মানুষ হোলি বলে থাকেন। ১৪ মার্চ রঙের উৎসব পালনে সকলে মেতে উঠবেন। নানান রঙের আবির, রঙ খেলায় মাতবে ছোট থেকে বড় সকলেই।
এছাড়া চৈত্র কৃষ্ণ প্রতিপদে উদয়া তিথি পড়ছে বলে ভারতের বিভিন্ন প্রান্তে ১৫ মার্চও হোলি পালিত হবে বলেই জানা গিয়েছে