দারুণ খবর, এক ধাক্কায় কমে গেল কলকাতায় বাড়ি তৈরির খরচ

নিজস্ব প্রতিবেদন : বহু মানুষ রয়েছেন যারা কাজের তাগিদে কলকাতা (Kolkata) অথবা তার পার্শ্ববর্তী এলাকায় বসবাস করেন। এই সকল মানুষদের মধ্যে অনেকেই রয়েছেন যারা স্থায়ীভাবেই তিলোত্তমায় বসবাস শুরু করে দেন। এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা আবার পরের বাড়িতে ভাড়া না থেকে নিজের বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন। এইরকম মানুষ যারা কলকাতার বুকে বাড়ি তৈরি করতে চাইছেন তাদের জন্য এবার সুখবর দিল কলকাতা পৌর নিগম (KMC)।

মূলত কলকাতায় বাড়ি তৈরি করার খরচ কমিয়ে দেওয়া হয়েছে কলকাতা পৌর নিগমের তরফ থেকে। পৌর নিগমের এমন সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন সেই সকল মানুষেরা যারা কলকাতায় নিজস্ব বাড়ি তৈরি করতে চাইছেন। দ্য ওয়েস্ট বেঙ্গল টাউন অ্যান্ড কান্ট্রি বিল ২০২৩ রাজ্য বিধানসভায় অনুমোদন পাওয়ার পরিপ্রেক্ষিতেই বাড়ি তৈরীর ক্ষেত্রে খরচ কমে যাচ্ছে। কি রয়েছে এই বিলে?

বর্তমানে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী শহরের অ্যাডেড এরিয়া অর্থাৎ সংযুক্ত এলাকাগুলিতে কেউ যদি নতুন বাড়ি তৈরি করতে চান তাহলে তাকে ডেভেলপমেন্ট ফি বা নির্মাণ বাবদ নির্ধারিত অর্থ দিতে হতো না। এর ফলে খরচ অনেকটাই বেঁচে যায়। এবার এই একই নিয়ম কার্যকর হচ্ছে পুরো কলকাতায়। অর্থাৎ নতুন নিয়ম অনুসারে কলকাতার যেকোনো ওয়ার্ডে যদি কেউ বাড়ি করতে চান তাহলে তাকে আর এই ধরনের ফি জমা দিতে হবে না।

পুরমন্ত্রী তথা কলকাতা পৌর নিগমের মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, “এতদিন পর্যন্ত কলকাতার ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ডে যে কোনও বাড়ি বা নির্মাণ কাজের জন্য ডেভেলপমেন্ট ফি ধার্য করা হত। যদিও একই নিয়ম লাগোয়া ছিল না অ্যাডেড এরিয়ার ক্ষেত্রে। কিন্তু, এবার সেই ভেদাভেদ দূর হল। অর্থাৎ এবার শহরের যে কোনও অংশে বাড়ি তৈরির ফি একইরকম হতে চলেছে।”

বাড়ি তৈরির জন্য ডেভলপমেন্ট ফি বাবদ যে টাকা নেওয়া হতো সেই টাকা নতুন বিল পাস হওয়ার ফলে নেওয়া হবে না। নতুন এই নিয়ম যেমন চালু হচ্ছে ঠিক সেই রকমই বিভিন্ন ওয়ার্ডের ভিত্তিতে ডেভেলপমেন্ট ফি বাবদ যে ভেদাভেদ ছিল সেই ভেদাভেদ উঠে যাচ্ছে। এর ফলে স্বাভাবিকভাবেই সাধারণ বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরবে তা নিয়ে কোন সন্দেহ নেই।