টাইটানিকের মতো আস্ত একটি জাহাজ ডুবে গেল হুগলি নদীতে! রইল ভিডিও

নিজস্ব প্রতিবেদন : হলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা হল টাইটানিক (Titanic)। যে জাহাজটি বিশ্বের অন্যতম বৃহত্তম জাহাজ ছিল এবং সেটি বরফের সঙ্গে ধাক্কায় ডুবে গিয়েছিল। ঠিক সেই রকমই আস্ত একটি জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটলো হুগলি নদীতে (Hooghly River)। শনিবার ওই জাহাজের ৯০% ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

দক্ষিণ ২৪ পরগনায় থাকা হুগলি নদীতে শনিবার ঘন কুয়াশায় বাংলাদেশি দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় একটি জাহাজ অক্ষত থাকলেও অন্য একটি জাহাজের পাটাতন ভেঙে যায়। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনিক তরফ থেকে ওই জাহাজে থাকা নয় জন সদস্যকে উদ্ধার করা হয়। দক্ষিণ ২৪ পরগনার কুলপির পয়লা নম্বর এলাকায় ঘটে যাওয়া এমন দুর্ঘটনা দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কমে গিয়েছিল। সেই সময় বাংলাদেশ থেকে ভারতের দিকে আসা একটি খালি জাহাজ ধাক্কা মারে ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে যাওয়া জাহাজটিতে। বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়া জাহাজটিতে ছিল ফ্লাই অ্যাশ। জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর জাহাজের নাবিক ধীরে ধীরে নদীর তীরের দিকে জাহাজ ডেকে আনার চেষ্টা চালান।

তবে বহু চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি। দুটি জাহাজের মধ্যে ধাক্কায় ক্ষতিগ্রস্ত জাহাজকে ৯০% ডুবে যায়। অন্যদিকে জাহাজের কর্মীদের তরফ থেকে জানা যাচ্ছে, কেবলমাত্র কুয়াশার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে তা নয়। তাদের অভিযোগ বাংলাদেশ থেকে ভারতের দিকে আসা জাহাজটি সঠিক নির্দেশিকা মানেনি।

দুটি জাহাজের এমন দুর্ঘটনার খবর চাউর হতেই এলাকার বাসিন্দারা দুর্ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের তরফ থেকেও জাহাজে থাকা সদস্যদের উদ্ধার করার চেষ্টা চালানো হয়। প্রত্যেকের প্রচেষ্টাতে মোট নয় জনকে উদ্ধার করা সম্ভব হয়।