Dubrajpur Municipality: পৌরসভা নির্মিত মার্কেটে লুকিয়ে লুকিয়ে চলছিল ভয়ঙ্কর কারবার, পুলিশ হানা দিতেই চক্ষু চড়কগাছ

Dubrajpur Municipality: পৌরসভা নির্মিত বাজারের একটি গোডাউনে লুকিয়ে লুকিয়ে চলছিল ভয়ঙ্কর কারবার। যে কারবার চলছিল তা ঘুনাক্ষরেও টের পাননি পার্শ্ববর্তী দোকানের মালিকরা। এমনকি যে ভয়ঙ্কর কাণ্ড চালানো হচ্ছিল তাতে যে কোন সময় ঘটতে পারতো বড় বিপত্তি। যদিও পুরো বিষয়টি পুলিশ জানতে পারে এবং তারপর হানা দেয়। আর পুলিশ হানা দিতেই রীতিমত চক্ষু চরক গাছ হয়ে দাঁড়ায় তাদেরও।

দুবরাজপুর পৌরসভা (Dubrajpur Municipality) এলাকার পৌরসভা নির্মিত স্বামী ভুপানন্দ মার্কেটের একটি গোডাউনে চলছিল এমন ভয়ঙ্কর কারবার। সেখানেই দুবরাজপুর থানার পুলিশ হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল। এমন বেআইনি কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দোকান মালিক চঞ্চল এন্দ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুরের সিআই শুভাশিস হালদার ও দুবরাজপুর থানার ওসি মনোজ সিং সহ বিশাল পুলিশ বাহিনী দুবরাজপুরের স্বামী ভূপানন্দ মার্কেটের ১৭ নম্বর গোডাউনে হানা দেয় এবং সেখান থেকে কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। দুর্গাপুজোর আগে দুবরাজপুর পুলিশের থানায় এমন লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে