ডিসেম্বর মাসের ৪ তারিখ থেকে ওলিমা বিবি নামে বছর ২৫ এর এক গৃহবধূ নিখোঁজ ছিলেন। ওই গৃহবধূ অন্য কারো সঙ্গে পালিয়ে গিয়েছে বলেই দাবি করা হয় গৃহবধূর শ্বশুরবাড়ির তরফে। কিন্তু হঠাৎ ওই গৃহবধূর মৃতদেহ বালিরঘাট থেকে উদ্ধার হয় বুধবার দুপুরবেলায়।
সাঁইথিয়া থানার মহিষাদল গ্রামের ওই গৃহবধুর ১০ বছর আগে বিয়ে হয়েছিল লাভপুরের মিরবাঁধ গ্রামের শেখ ডালিম নামে এক যুবকের সঙ্গে। ওই গৃহবধূরই ডিসেম্বর মাসের ৪ তারিখ থেকে নিখোঁজ হওয়ার পর তার পরিবারের সদস্যরা লাভপুর থানায় নিখোঁজ ডাইরি করেন। আর এরই মধ্যে পেট থেকে পা পর্যন্ত না থাকা দেহাংশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুনঃ অমানবিক চাপ! রেহাই পেতে এবার বিক্ষোভ বিএলও-দের, দেখে নিন তাদের দাবি দাওয়া
মৃত ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগ, খুন করা হয়েছে। তারপর হয়তো বালিঘাটে পুঁতে দেওয়া হয়েছিল। পুলিশ দাবি করছে শরীরের বাকি অংশ শেয়াল খেয়ে নিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের লোকজনেদের পুলিশি অসহযোগিতার অভিযোগও করা হচ্ছে।
বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ওই গৃহবধুর দেহ উদ্ধার হয় লাভপুরের লাঘোষা বালিঘাট থেকে। পরে তার দেহ ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
