Bolpur: লাভের আশায় বোলপুরে বিশ্বকর্মা বেচতে এসেছিলেন গৃহবধূ, ফিরলেন ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে

Bolpur: গ্রাম থেকে লাভের আশায় বোলপুর শহরে বিশ্বকর্মা ঠাকুর বিক্রি করতে এসেছিলেন এক গৃহবধূ। তবে তাকে যে ঘটনার মুখোমুখি হতে হল তা আজীবন মনে থাকবে তার।

বীরভূমের পুরন্দরপুরের সাজিনা গ্রাম থেকে ১৮ হাজার টাকার বিশ্বকর্মা ঠাকুর নিয়ে তা বিক্রি করার জন্য বোলপুরের (Bolpur) চৌরাস্তা মোড় এলাকায় এসেছিলেন চন্দনা পারি নামে এক গৃহবধূ। ভালো লাভের আশাতেই তিনি এসেছিলেন। কিন্তু তার সমস্ত আশা ভেঙ্গে দিল বোলপুর শহরের জমা জল।

আরও পড়ুন: সিউড়িতে এবার সুগার ফ্রি মোরব্বা, স্বাস্থ্যের কথা মাথায় রেখে বড় প্রকল্প প্রশাসনের

নিম্নচাপের কারণে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি সোমবার প্রবল বৃষ্টি হয় বীরভূমের বিভিন্ন জায়গায়। ঠিক সেই রকমই বৃষ্টি হয়েছে বোলপুর শহরেও (Bolpur)। আর এই বৃষ্টিতেই নর্দমা ও রাস্তার জল মিলেমিশে একাকার হয়ে এক হাঁটু জমা জলের পরিস্থিতি তৈরি হয় বোলপুর শহরের প্রাণকেন্দ্র বোলপুর চৌরাস্তায়। যেখানেই ওই গৃহবধূ ঠাকুর বিক্রি করার জন্য এসেছিলেন।

তবে এমন পরিস্থিতিতে যেভাবে জল এসে উঠছে পরে তাতে ওই গৃহবধূ এতগুলি ঠাকুর সামাল দিতে পারেননি। আর এমন পরিস্থিতিতে ঠাকুরগুলি ভাসিয়ে নিয়ে চলে যায়। ১৮০০০ টাকার ঠাকুর এনে মাত্র ২০০০ টাকার ঠাকুর বাঁচাতে পেরেছেন বলে দাবি করেছেন তিনি