২১ কোটি টাকায় বদলে ফেলা হচ্ছে বোলপুর স্টেশন, দেখতে কেমন হবে? রইল ভবিষ্যৎ লুক

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) গণপরিবহনের লাইফ লাইন হিসেবে পরিগণিত হয়ে থাকে। প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ যাত্রীবাহী বিভিন্ন ট্রেনের ওপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। এমন পরিস্থিতির কথা মাথায় রেখে রেলের তরফ থেকে প্রতিনিয়ত যাত্রীদের আরও ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা চালানো হয়। যে কারণে নতুন নতুন ট্রেন চালু করার পাশাপাশি এবার অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় বিভিন্ন রেল স্টেশন পুনরায় সাজিয়ে তোলা হচ্ছে। ঠিক সেই রকমই পুনরায় সাজিয়ে তোলা হচ্ছে বোলপুর রেল স্টেশনকে (Bolpur Santiniketan Railway Station)।

অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় বোলপুর স্টেশনকে পুনরায় সাজিয়ে তোলার জন্য ২১.১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে রেল সূত্রে। স্টেশনের বিভিন্ন বাহ্যিক রূপের পরিবর্তনের পাশাপাশি সুযোগ-সুবিধার ক্ষেত্রেও নানান পরিবর্তন আনা হবে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে। পরিষেবার সঙ্গে সঙ্গে যেভাবে এই স্টেশনটি সেজে উঠবে তাতে আগামী দিনে বহুদিন পর এই স্টেশনে নামলে রীতিমতো চমকে যেতে হবে।

কি কি আধুনিককরণ করা হচ্ছে এই রেল স্টেশনটিতে? ইতিমধ্যে প্ল্যাটফর্মগুলিকে সাজিয়ে তোলার কাজ চালানো হচ্ছে এবং সেখানে মেঝেতে ব্যবহার করা হচ্ছে টালি। এতে যাত্রীদের যাতায়াতের সময় স্লিপ করে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেক কমবে। স্টেশন চত্বরে নতুন পার্কিং প্লেস তৈরি করা হচ্ছে। যেখানে অনেক বেশি সংখ্যক যানবাহন পার্কিং করে রাখা যাবে।

এর পাশাপাশি নিত্যযাত্রী থেকে শুরু করে অন্যান্য যাত্রীরা যাতে ভালোভাবে যাতায়াত করতে পারেন তার জন্য আলাদা করে পথ থেকে শুরু করে ওয়েটিং রুম সহজে টিকিট কাউন্টারে প্রবেশের বন্দোবস্ত করা হবে। এর পাশাপাশি যাতে আরও সহজেই ট্রেনে চড়া এবং ট্রেন থেকে নামা যায় তার ব্যবস্থা হবে। স্টেশনকে এমন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে যাতে বিশেষভাবে সক্ষম যাত্রীরা এবং বয়স্করা আরও অনেক বেশি সুবিধা পান।

বোলপুর শান্তিনিকেতন রেলস্টেশনকে সাজিয়ে তোলার জন্য বেশ কয়েক বছর ধরেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছিল। কিন্তু বিভিন্ন সময় নানান কারণে সেই পরিকল্পনা থমকে যেতে দেখা গিয়েছে। তবে যখন অমৃত ভারত স্টেশন প্রকল্প সামনে আসে তখন এই স্টেশনের নাম তালিকায় আসে। তারপর থেকেই এই স্টেশনকে সাজিয়ে তোলার জন্য তোড়জোড় শুরু হয়।